Banner Advertise

Sunday, August 3, 2008

[vinnomot] First BdOSN Code sprint

                     First BdOSN Code sprint
                                           15-16-17 August, 2008
                                      CSE Dept, SUST
                             BANGLADESH

Organized by : Bangladesh Open Source Network

Supported by : CSE Society and SUST OSN, Shajalal University of Science and
Technology

Introduction : Bangladesh Open Source Network (www.bdosn.org) in association with
CSE Society and SUST OSN pleased to announced that a two days Code Sprint will be
organized at CSE Dept, SUST on 8-9 August, 2008. A sprint is a time-boxed period of
software development focused on a given list of goals but with variable scope. Sprints
have become popular events among some Open Source projects.The First BdOSN Code
Sprint aims to develop 5 Open Source Projects in the Sprint. There will be 5 teams, each
leading by a Team leader and will have 5 members in the team which comprises software
professionals and computer science students. All participants will receive a certificates of
accomplishment of succesfull completion of a Sprint. The Sprint will be at end with a
team presentation of the software. Besides the Sprint, there will be a few side line talk on
different technology issues. There will be 4 such talk in two days. The talks will be open
for all students.

Objectives:
    1. Provide a platform for the Open Source programmers across the country so that
         they meet in person, socialize, and start to communicate more effectively when
         working together remotely
    2. Produce some software that will be useful for the society and people can use it
         legally.
    3. Encourage students to participate in Open Source projects.
    4. Introducing the students with the real life project and
    5. Developing interaction between the academia and the industry.

The Projects selected for first Code Sprint -
                                                            
 Sl.    Description                                Technology/Platform/Skill                           Team leader
 1.      PHP Visual Site Builder :           PHP                                                                   Mohammad Zakaria Chowdhury
          A developer's tool - a                                                                                              Director, Webcraft
          visual PHP site builder                                                                                           Bangladesh
          using CakaPHP (an open                              
          source framework). The
          main purpose of it is to
          reduce website
          development time.

 2.     A system to check real-                 Python, PyS60,                                                 Tamim Shahriar (Subeen),
          time stock price from                   Google Application                                            Software Engineer, TigerIT
          Mobile phone.                               Engine                                                                 BD Ltd.

 3.   MiniIM                                               J2ME, PHP,                                                        Kamanashis Roy (Shuva),
      (instant messenger for                     Facebook API                                                    Freelance Software
      mobile phone)                                                                                                                Developer.
 
4.   Bangla Input System Add-              Java Script and                                                   Abu Mohammad Omar
      on/Toolbar/Extension/Plug-             XML                                                                     Shehab Uddin Ayub,
      in for Mozilla/FireFox                                                                                                     Software Engineer, Nilavo
                                                                                                                                               Technologies

5.   Bug/Issue tracker software              PHP + MySQL                                                    Z.M. Mizanur Rahman
      for software development                (CakePHP Framework)                                     (Bipool), Senior Software
      projects.                                                                                                                           Engineer, TigerIT BD Ltd.


The deliverable: The Sprint will complete the above projects and released all codes under
GPL 3.0

                                                                                       


--
|=============|
Regards,
Abu Mohammad Omar Shehab Uddin Ayub
(আবু মোহাম্মদ ওমর শেহাবউদ্দীন আইয়ুব)
Software Engineer, Nilavo Technologies, Banani, Dhaka
Bangladesh Open Source Network, Dhaka
2000 batch, Dept. of CSE, SUST
www.biscomdeliveryserver.com
www.bdosn.org
www.sust.edu
----------------------------------------------------
জমি উপড়ায়ে ফেলে চ'লে গেছে চাষা
নতুন লাঙল তার পড়ে আছে, — পুরানো পিপাসা
জেগে আছে মাঠের উপরে :
সময় হাঁকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে!
হেমন্তের ধান ওঠে ফ'লে –
দুই পা ছড়ায়ে বস এইখানে পৃথিবীর কোলে।

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Odd News

You won't believe

it, but it's true

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Yahoo! Groups

Dog Zone

Connect w/others

who love dogs.

.

__,_._,___

RE: [vinnomot] Same old story but Why susil media don't publish this ?

Mufti hannan has drawn sympathy of Mahathir of bd. Mufti (highly religious person) being allured of becoming state witness had given false statement in the custody! What a pity? What a greedy Mufti! May Allah pardon him on the Day of Judgment. Allah also should pardon Mohathir of bd for advocating public sympathy in favor of innocent (killer of many innocent people) mufti.

It is misfortune of the nation that mufti is still surviving and giving suchaa statement in the court! Shaekh Abdur Rahman and Bangla bhai was far great than this Naroker keet. They admitted what they wanted to do and never asked for sympathy. Right or wrong they died with honor and dignity.

[Mod Note: The conclusive last line of this writeup have been deleted due to the violation of VM policy to accept only Bangla or English as a method of communication]

 


From: vinnomot@yahoogroups.com [mailto:vinnomot@yahoogroups.com] On Behalf Of mahathir of bd
Sent: Monday, August 04, 2008 8:54 AM
To: alochona@yahoogroups.com; chottala@yahoogroups.com; dahuk@yahoogroups.com; diagnose@yahoogroups.com; khabor@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; vinnomot@yahoogroups.com; tritiomatra@yahoogroups.com
Cc: editor@amadershomoy.com; editor@jugantor.com; editor@thedailystar.net; info@shamokalbd.com
Subject: [vinnomot] Same old story but Why susil media don't publish this ?

 

আদালতে নির্যাতনের বর্ণনা দিলেন মুফতি হান্নান

০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল :৫১

                       

আদালতে নির্যাতনের বর্ণনা দিলেন মুফতি হান্নান

কোর্ট রিপোর্টার : ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, তার ভাই মহিবুল্লাহ শরীফ সাহেদুল আলম তাদের ওপর লোমহর্ষক নির্যাতন

চালানোর অভিযোগ করেছেন। গতকাল মামলার চার্জ গঠনের শুনানি শুরুর আগে করা তিনটি পৃথক আবেদনে নিজেদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো নির্যাতনের বর্ণনা দেন তারা। আগে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারেরও আবেদন জানিয়েছেন তারা। এদিকে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পর ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আগামী ৩১শে আগস্ট মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেন। মামলার চার্জশিটভুক্ত আসামি আবদুস সালাম পিন্টুর আইনজীবী মোহাম্মদ আলী শুনানির জন্য সময় চেয়ে আবেদন জানিয়ে আদালতকে বলেন, মামলার চার্জশিট জব্দ তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপির জন্য আবেদন করার পরও তা পাওয়া যায়নি। অবস্থায় সময় প্রয়োজন। মামলার অন্য আসামি হোসাইন আহমেদ তামিম, আবুল কালাম আজাদ জাহাঙ্গীর আলমের আইনজীবীরাও একই কথা বলেন। বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী আদালতকে অনুরোধ করে বলেন, আদালত যেন এমন একটি সময় ঠিক করে দেন যাতে পরে আর আদালতের কাছে সময় চাইতে না হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠনের জন্য ৩১শে আগস্ট দিন ধার্য করেন। সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ছাড়াও মামলার অন্য আসামি মাওলানা আবু তাহের, মাওলানা আবু সাইদ, আরিফ হাসান সুমন, আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীর আলমের পক্ষে জামিন আবেদন করা হয়। বিষয়েও ৩১শে আগস্ট শুনানির দিন ধার্য করে আদালত। আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটক ১৩ আসামিকেই গতকাল আদালতে হাজির করা হয়।

আবদুল হান্নান, তার ভাই মহিবুল্লাহ শরীফ সাহেদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানান। মুফতি হান্নান তার আবেদনে বলেন , আমাকে ৭৭ দিন একটানা রিমান্ডে নেয়া হয়। রিমান্ড চলাকালে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। সংজ্ঞাহীন অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে আনা হয়। ্যাব অফিসার সিআইডি তাদের ইচ্ছামত কাগজে লিখে তা আমার স্বীকারোক্তিমূলক জবাববন্দি বলে চালিয়ে দিয়েছে। ১১ মাস সিলেট থাকার পর সেখান থেকে সরাসরি ্যাব জেআইসিতে আমাকে নেয়া হয়। সেখানে টর্চার সেলে ্যাব অফিসাররা আমাকে বলেন, তোমাকে এখানে কেন আনা হয়েছে জান? আমি বলি জানি না। এক ্যাব অফিসার আমাকে বলে, তোমাকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে যা বলব তা স্বীকার করতে হবে। তা না হলে আগের রিমান্ডের চেয়ে ভয়াবহ পরিস্থিতি তোমাকে মোকাবেলা করতে হবে। অথবা দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। তোমাকে এখন কিছু বলতে হবে না। আজ রাত তোমাকে সময় দেয়া হলো। কালকে রিমান্ডে আনা হবে তখন বলবে। পরের দিন আমাকে রিমান্ডে নেয়া হলো। আমি ২১শে আগস্ট গ্রেনেড মামলা সম্পর্কে কিছুই জানি না বলতেই শুরু হলো আমার ওপর অমানুষিক বর্বর নির্যাতন। উলঙ্গ করে পুরুষাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া হয়। নাকে, কানে, জিহ্বায়, শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক চার্জ, বেদম লাঠিপেটা, দু'হাতের একটি করে আঙ্গুলের নখ তুলে ফেলা হয়। নখের ভিতরে আলপিন ঢুকানো হয়। পায়ের আঙ্গুলগুলো পাথর দিয়ে থেঁতলিয়ে দেয়া হয়। সম্মুখে হাজার হাজার ভোল্টের বাল্ব জ্বালিয়ে রেখে আমার মুখসহ বিভিন্ন জায়গা ঝলসে দেয়। যার চিহ্ন আমার শরীরে দৃশ্যমান। আমার দু'টি পা বেঁধে উপরের দিকে রাখা হতো। ভিজা গামছা নাকে মুখে রেখে মরিচ মিশানো গরম ঠাণ্ডা পানি ঢালা হয়। আমাকে বলে যে, আমাদের কথা শোন, তোমাকে মামলায় রাজসাক্ষী করা হবে। মুফতি হান্নান আরও উল্লেখ করেন, আমাকে রাজসাক্ষীর প্রলোভন দিয়ে পুলিশ ্যাবের কড়া প্রহরায় ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করে। তখন সেখানে উপস্থিত ছিল ্যাব অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা। ম্যাজিস্ট্রেট আমাকে মামলা সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি বলি কিছুই জানি না। তখন কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটকে বলেন, আপনি দেখে দেখে লিখে নিন। ম্যাজিস্ট্রেট কলম দিয়ে সম্পূর্ণ প্রস্তুতকৃত জবানবন্দি লিখে নেন। আমাকে জবানবন্দিতে স্বাক্ষর করতে বললে আমি অস্বীকৃতি জানাই। ম্যাজিস্ট্রেট সাহেবের পাশে বসে থাকা এক ব্যক্তি তার হাত দিয়ে আমার হাত ধরে স্বাক্ষর করে। এসময় আমি মেঝেতে শোয়া ছিলাম। স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমার নয়। আমি ওই জবানবন্দি প্রত্যাহার করছি।

মুন্সি মহিবুল্লাহ আবেদনে বলেন, ২০০৫ সালের ৩০শে সেপ্টেম্বর ্যাবের হাতে ধরা পড়ি। বিনা গ্রেপ্তারে ্যাব চার মাস আমাকে অন্ধকার কুঠরিতে আটক রেখে অমানুষিক অত্যাচার চালায়। চার মাস পর জেলহাজতে পাঠায়। এক বছর পর আমাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭৩ দিন রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এবং বিভিন্ন মামলায় স্বীকারোক্তি নেয়ার চেষ্টা চালায়। ২১ আগস্টের গ্রেনেড হামলায় জেআইসিতে রিমান্ডে নিয়ে ্যাব আমার শরীরও নাকে গরম পানি ঢালে। পায়ের নিচে মোটা বেত দিয়ে আঘাত করে। কাঁচের বোতলে গরম পানি ভর্তি করে শরীরে ঢালে। আমার হাত-পায়ের আঙুলে সুঁই ঢুকানো হয়। শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া তুলে নেয়। পুরুষাঙ্গে, কানে, নাকে, জিহ্বায় বৈদ্যুতিক শক দেয়া হয়। সীমাহীন অত্যাচারে আমি দিশেহারা অপ্রকৃতস্থ হয়ে পড়ি। এই অবস্থায়ই গত বছরের ১লা নভেম্বর কড়া পুলিশ ্যাবের পাহারায় ম্যাজিস্ট্রেটের কাছে নেয়া হয়। পুলিশ বাহিনীর লোক সঙ্গে থাকায় তাদের ভয়ে এবং নিজের প্রাণের ভয়ে ম্যাজিস্ট্রেটের সামনে এক প্রস্তুতকৃত কাগজে স্বাক্ষর করি। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমার নয়। তাই আমি তা প্রত্যাহার করলাম। একই মামলার অপর আসামি শরীফ সাহেদুল আলমও তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানান। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৩ জন নিহত সাংবাদিকসহ কয়েক ' আহত হন। হামলার পর দিন মতিঝিল থানার তখনকার উপ-পরিদর্শক শরিফ আহমেদ একটি মামলা করেন। এর তদন্তের দায়িত্ব প্রথমে দেয়া হয় মতিঝিল থানার এএসআই আমির হোসেনকে। পরে দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশের এএসআই শামসুল ইসলামকে। এরপর তদন্তের দায়িত্ব পান সিআইডি' এএসপি আবদুর রশীদ মুন্সি আতিকুর রহমান। স্পেশাল পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারক করেন।
http://www.manabzamin.net/page1.htm

 

 

 

আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন

http://www.microscopiceye.blogspot.com/

 

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Quick file sharing

Send up to 1GB of

files in an IM.

.

__,_._,___