Banner Advertise

Thursday, July 24, 2008

[vinnomot] Moeen Kana Peer Habib , your suggestion would be complete if added ........

Moeen kana  peer shaheb,

 

 I am very pleased reading your  report or column or whatever you say ,published today in the  Amadershomoy regarding Yes uddin .

 

 It seems to me it is not complete. It would be complete how Yes uddin has illegally extended the term of  your favourite M . U Ahmed  in the interest of India , how illegally he is signing to all the ordinace being threatened by your favorite General who has refunded 66 lakh tk within one year.

 

 How he has obstructed  the way of others  in becoming   Chief of Army .  etc etc would make your write up complete.

 

 With regards

 

 Khaleda and hasina Kana


বঙ্গবভনের প্রধান ফটক খুলে বেরিয়ে আসুন রাষ্ট্রপতি পদত্যাগ করে পাপমুক্ত করুন রাষ্ট্রের প্রতীকী ভবনকে

 

 

পীর হাবিবুর রহমান:

রাষ্ট্রপতি আজ আমি আর আপনাকে মহামান্য বলতে পারছি না। এমন কোনও শ্রদ্ধার স্মৃতিচিহ্ন বিশাল বঙ্গভবনের আঙ্গিনায় রেখে যেতে পারেননি যে আমি আপনাকে অবনত মস্তকে গভীর শ্রদ্ধায় 'মহামান্য' শব্দটি জুড়ে সম্মান জানাতে পারবো। চলে গেলে বঙ্গভবনের দেয়ালজুড়ে আমি জানি আপনার ছবিটিও শোভা পাবে। তবে ইতিহাসে আপনার ছবিটি যেন মীরজাফর, খন্দকার মোশতাকের পাশেই শোভা পায়।

আজ আমার বুকে নেই জ্যোৎøা ও হাওরের জলতরঙ্গ। আষাঢ়ে পূর্ণিমা রাত চলে গেছে। ভাদ্র মাসের পূর্ণিমার রাতের আগে বঙ্গভবন না ছাড়লে কোনও প্রেমিকযুগল জ্যোৎøার হাওরে বজরায় ভাসবে না। আপনি জানেন বঙ্গভবনে কতদিন পড়েনি জ্যোৎøার আলো। সবুজ লন ধূসর হয়ে গেছে।

আমাদের রাষ্ট্রপতি আপনি। কি দুর্ভাগ্য আমাদের আপনি যেই বঙ্গভবনে ঢুকলেন অমনি অমাবশ্যার চাদরে মোড়া কবরের নিস্তব্ধতা নেমে এলো। থেমে গেলো পাখির কুজন। একপর্যায়ে আপনি একে করেছিলেন কাশিমবাজার কুঠিতে পরিণত।

কবরে মোমবাতির আলো জ্বলে। আপনার বঙ্গভবনে আলো চোখে পড়ে না। বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নীতির সঙ্গে আপস না করার জন্য এই বঙ্গভবন থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিলেন। রাষ্ট্রপতি পদকে তিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখতে চেয়েছিলেন। জাতি তখন জানতো না তার আসনে দুরু দুরু বক্ষে আপনি বঙ্গভবনে প্রবেশ করবেন একটি দলের কৃতদাস হিসেবে। আর আপনি আজ্ঞাবহ দাসের মতো সিদ্ধান্ত নিয়েছেন কার জানাজায় যাবেন আর কার মাজারে যাবেন।

একজন শিক্ষক হয়ে আপনি যখন রাষ্ট্রদূতের চাকরির মোহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন তখনও জানতেন না বঙ্গভবন আপনার জন্য অপেক্ষা করছে। যখন জানলেন তখন আপনি কিংকর্তব্যবিমূঢ়। দেশবাসী অবাক। সংবাদকর্মীরা যখন বাড়ির ঠিকানা খুঁজে না পেয়ে অধ্যাপক এমাজউদ্দিন আহমদের শরণাপন্ন হয় তিনি তখন হতাশ কণ্ঠে বলেছিলেন, 'সবাই পাগল হয়ে গেছে।'

অধ্যাপক মনিরুজ্জামান মিয়াসহ সকলে অবাক হলেও আপনার বুকজুড়ে আনন্দ ঝরেছে। বঙ্গভবনের আলিশান বাড়ি, সবুজ লন, প্রধান ফটক দেখে আপনি অভিভূত হয়েছেন। শরীর চলুক আর না চলুক জীবনের বেশ ক'টা দিন আয়েশেই কাটিয়েছেন। বিদেশিনী বধূকে ছেড়ে এসে দেশে আর চেয়ে আর বেশি কি প্রাপ্য ছিল আপনার? আজ আমি ক্ষোভ মিম্রিত কণ্ঠে বলতে এসেছি আমার কথা। যদি আমার কল্পরাজ্যের সম্রাজ্ঞী 'মন্দিরা' এক তোড়া তাজা গোলাপের সঙ্গে উজ্জ্বল হাসি ছড়িয়ে দরাজ গলায় গেয়ে ওঠে 'তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।' তবু আমার লেখা থামবে না।

নীতি ও নৈতিকতাহীন একজন রাষ্ট্রপতির ভূমিকায় থেকে আপনার তৃষ্ণার জল মেটেনি। বিএনপি সরকার বিদায় নিলে রাজপথে ভেসে যাওয়া রক্তের ওপর দিয়ে সংবিধানের পাঁচটি বিকল্প উপেক্ষা করে আপনি প্রধান উপদেষ্টার চেয়ার দখল করেছিলেন। কারণ আপনার তখন চাই চাই আরও চাই পারলে দেশটা শুদ্ধ গিলে খাই। আপনি আপনার স্ত্রীর জন্য যদি হƒদয় উজাড় করা ভালোবাসা রাখেন তাজমহল নাই বানান একালের শাহজাহান আমির হোসেন আমুর মতো বাকি ক'টা দিন স্ত্রীর সেবায় কাটিয়ে দিতে পারতেন। কিন্তু না, হাওয়া ভবন থেকে যে শিক্ষা আপনি নিয়েছেন তা বড় বেশি লোভনীয় ছিল। আর তাই স্ত্রী আনোয়ারার নামে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দিয়েছেন। বিএনপি সরকারের কাছ থেকে আপনি কবরস্থান দখলের মতো জায়গা দখল করেছেন ক্ষমতার অপব্যবহার করে। যদি বলি বঙ্গভবনে বাস করে ভূমিদস্যু তা কি খুব অন্যায় হবে?

আপনি যদি প্রধানমন্ত্রী হতেন ৪৮ ঘণ্টায় যে দখলদারিত্ব দেখিয়েছেন পাঁচ বছরে তা কোথায় দাঁড়াতো হিসাব কষে হাওয়া ভবন আর আওয়ামী লীগের লুটেরাচক্র লজ্জায় অবনত মস্তকে বলতো 'সেলাম হুজুর সেলাম।' আপনি রাষ্ট্রপতি থাকাকালে ২০০৪ সালে আপনার স্ত্রী প্রণয়ের বদলে মোহাম্মদপুরের রামচন্দ্রপুরের খালের অংশ বিশেষ অকৃষি খাসজমি দেখিয়ে বন্দোবস্তের আবেদন করলেন। প্রধানমন্ত্রী নাকচ করে দিলেন, চশমার ফ্রেমে আটকে পড়ে আপনার চোখের লজ্জা।

প্রধান উপদেষ্টার চেয়ার দখল করে নিয়েই উপেক্ষা করলেন রাজপথের সহিংসতা। স্ত্রী আনোয়ারা আহমদের নামে স্থায়ী বন্দোবস্ত দিয়ে দিলেন। শীতে রাতের পর রাত সংবাদকর্মীরা কুয়াশায় ভিজেছে বঙ্গভবনের বাইরে। চেয়েছে অচল অবস্থার অবসানে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে কোনও সিদ্ধান্ত হবে। দেশবাসী রাত জেগে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। অবরুদ্ধ জাতির দিকে না তাকিয়ে সেদিন আপনি হাওয়া ভবনের রিমোট কন্ট্রোলে চলেছেন। উপদেষ্টাদের বৈঠকে রেখে বিশ্রামের নামে চলে গেছেন শয্যায়। দীর্ঘ সময় পর এসে জানতে চেয়েছেন তারা এখনও কেনও বসে আছেন।

বাইরে অবরুদ্ধ রাজপথের খবর শুনে না জানার ভান করেছেন। উপহাস করেছেন উপদেষ্টাদের। মনে পড়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সেই দিনগুলোর কথা? জাতির ওপর নেমে আসা ঘোর অন্ধকারকে আপনি কি পৈশাচিক উদাসীনতায়-আনন্দে উপেক্ষা করেছেন। আপনার নীতিহীনতার উদাহরণ টেনে সকল মহলেই একটি চুটকি মুখে মুখে ছড়িয়েছিল। চুটকিটি মাহী বি চৌধুরী ভালো বলেন। আবদুল জলিল একান্তে রাষ্ট্রপতিকে নাকি বলেছিলেন, 'মহামান্য রাষ্ট্রপতি আপনার সামনে অগ্নিপরীক্ষা। আপনি সিদ্ধান্ত নিন নিরপেক্ষ ভূমিকা নিয়ে নায়ক হবেন নাকি ইতিহাসে বিশ্বাসঘাতক মীরজাফর হবেন। কানে কানে ইয়াজউদ্দিন জলিলকে বলেছিলেন, 'আমার ওপর আস্থা রাখবেন। আমি আর যাই করি বিশ্বাসঘাতক মীরজাফর হতে পারব না। একজন শিক্ষক থেকে খালেদা জিয়া আমাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমার পক্ষে বেইমানি করা সম্ভব নয়।'

অবরুদ্ধ বাংলাদেশ, অচল জীবনযাত্রা, নিষ্ঠুর সহিংসতা, আইন-শৃঙ্খলার চরম অবনতি, রাষ্ট্রপতির বিবেককে নাড়া দেয়নি। উপদেষ্টাদের সমঝোতার দৌড়ঝাঁপ নিষ্ফল হয়েছে রাষ্ট্রপতির কারণে। ডক্টর আকবর আলি, শফি সামির মতো নায়করা পদত্যাগ করলেও রাষ্ট্রপতি যেন মহানন্দে বলেছেন, 'শ্যামের বাঁশি বেজেছে নাটক শুরু হয়েছে।' নতুন উপদেষ্টার নামে ভাঁড় এনে জাতিকে হাসিয়েছেন। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় সবার বর্জনের পরও ব্যারিস্টার মওদুদের ভাষায় সংবিধানের দোহাই দিয়ে ইয়াজউদ্দিন জাতিকে শুনিয়েছেন ২২ জানুয়ারির একতরফা নির্বাচন হওয়ার কথা।

কূটনৈতিক মহলসহ সবাই উদ্বিগ্ন হয়েছে। দেশবাসী রক্তের বন্যার আশঙ্কায় বিচলিত হয়েছেন। ঘাম ঝরেছে সাধারণ মানুষের। একজন মানুষ মাত্র মানুষ বিচলিত হননি, তিনি আপনিই রাষ্ট্রপতি। ওয়ান ইলেভেন যখন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকায় তিন দিন আগের ভোল পাল্টে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে প্রধান উপদেষ্টার পদ ছাড়লেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার এলো জনতার হƒদয়ে সকালের সোনামাখা রোদ আনন্দে ডিগবাজি খেলো। হিমালয়ের মতো ভারি পাহাড় জনগণের বুক থেকে নেমে গেলো। জনগণ অভিনন্দন জানালো ওয়ান ইলেভেনের নায়কদের।

আজ যখন রাষ্ট্রপতির নামে ১৮ কোটি টাকার প্রকল্প মুন্সীগঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ করার ক্ষমতার অপব্যবহার হয়, স্ত্রীর নামে জায়গা বরাদ্দের দুর্নীতির প্রতিবেদন পড়তে হয় তখন মনে হয় বঙ্গভবন আর রাষ্ট্রপতিকে ওয়ান ইলেভেন অভিশাপমুক্ত করলেও ইতিহাসের পাতায় তার পাপ মোচন হয়নি। রাষ্ট্রপতি তার থিংক ট্যাংক ঢাবি ভিসি এসএমএ ফায়েজের কাছে কী পরামর্শ নিচ্ছেন জানি না, আমি শুধু বলবো পদত্যাগ করে এখনই বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসুন। আমাদের বঙ্গভবনকে পাপমুক্ত করুন। peerhabib.rahman@gmail.com

আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন
http://www.microscopiceye.blogspot.com/

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Kevin Sites

Get coverage of

world crises.

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Quick file sharing

Send up to 1GB of

files in an IM.

.

__,_._,___

[vinnomot] Moeen Kana Peer Habib

Moeen kana  peer shaheb,

 

 I am very pleased reading your  report or column or whatever you say ,published today in the  Amadershomoy regarding Yes uddin .

 

 It seems to me it is not complete. It would be complete how Yes uddin has illegally extended the term of  your favourite M . U Ahmed  in the interest of India , how illegally he is signing to all the ordinace being threatened by your favorite General who has refunded 66 lakh tk within one year.

 

 How he has obstructed  the way of others  in becoming   Chief of Army .  etc etc would make your write up complete.

 

 With regards

 

 Khaleda and hasina Kana


বঙ্গবভনের প্রধান ফটক খুলে বেরিয়ে আসুন রাষ্ট্রপতি পদত্যাগ করে পাপমুক্ত করুন রাষ্ট্রের প্রতীকী ভবনকে

 

 

পীর হাবিবুর রহমান:

রাষ্ট্রপতি আজ আমি আর আপনাকে মহামান্য বলতে পারছি না। এমন কোনও শ্রদ্ধার স্মৃতিচিহ্ন বিশাল বঙ্গভবনের আঙ্গিনায় রেখে যেতে পারেননি যে আমি আপনাকে অবনত মস্তকে গভীর শ্রদ্ধায় 'মহামান্য' শব্দটি জুড়ে সম্মান জানাতে পারবো। চলে গেলে বঙ্গভবনের দেয়ালজুড়ে আমি জানি আপনার ছবিটিও শোভা পাবে। তবে ইতিহাসে আপনার ছবিটি যেন মীরজাফর, খন্দকার মোশতাকের পাশেই শোভা পায়।

আজ আমার বুকে নেই জ্যোৎøা ও হাওরের জলতরঙ্গ। আষাঢ়ে পূর্ণিমা রাত চলে গেছে। ভাদ্র মাসের পূর্ণিমার রাতের আগে বঙ্গভবন না ছাড়লে কোনও প্রেমিকযুগল জ্যোৎøার হাওরে বজরায় ভাসবে না। আপনি জানেন বঙ্গভবনে কতদিন পড়েনি জ্যোৎøার আলো। সবুজ লন ধূসর হয়ে গেছে।

আমাদের রাষ্ট্রপতি আপনি। কি দুর্ভাগ্য আমাদের আপনি যেই বঙ্গভবনে ঢুকলেন অমনি অমাবশ্যার চাদরে মোড়া কবরের নিস্তব্ধতা নেমে এলো। থেমে গেলো পাখির কুজন। একপর্যায়ে আপনি একে করেছিলেন কাশিমবাজার কুঠিতে পরিণত।

কবরে মোমবাতির আলো জ্বলে। আপনার বঙ্গভবনে আলো চোখে পড়ে না। বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নীতির সঙ্গে আপস না করার জন্য এই বঙ্গভবন থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিলেন। রাষ্ট্রপতি পদকে তিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখতে চেয়েছিলেন। জাতি তখন জানতো না তার আসনে দুরু দুরু বক্ষে আপনি বঙ্গভবনে প্রবেশ করবেন একটি দলের কৃতদাস হিসেবে। আর আপনি আজ্ঞাবহ দাসের মতো সিদ্ধান্ত নিয়েছেন কার জানাজায় যাবেন আর কার মাজারে যাবেন।

একজন শিক্ষক হয়ে আপনি যখন রাষ্ট্রদূতের চাকরির মোহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন তখনও জানতেন না বঙ্গভবন আপনার জন্য অপেক্ষা করছে। যখন জানলেন তখন আপনি কিংকর্তব্যবিমূঢ়। দেশবাসী অবাক। সংবাদকর্মীরা যখন বাড়ির ঠিকানা খুঁজে না পেয়ে অধ্যাপক এমাজউদ্দিন আহমদের শরণাপন্ন হয় তিনি তখন হতাশ কণ্ঠে বলেছিলেন, 'সবাই পাগল হয়ে গেছে।'

অধ্যাপক মনিরুজ্জামান মিয়াসহ সকলে অবাক হলেও আপনার বুকজুড়ে আনন্দ ঝরেছে। বঙ্গভবনের আলিশান বাড়ি, সবুজ লন, প্রধান ফটক দেখে আপনি অভিভূত হয়েছেন। শরীর চলুক আর না চলুক জীবনের বেশ ক'টা দিন আয়েশেই কাটিয়েছেন। বিদেশিনী বধূকে ছেড়ে এসে দেশে আর চেয়ে আর বেশি কি প্রাপ্য ছিল আপনার? আজ আমি ক্ষোভ মিম্রিত কণ্ঠে বলতে এসেছি আমার কথা। যদি আমার কল্পরাজ্যের সম্রাজ্ঞী 'মন্দিরা' এক তোড়া তাজা গোলাপের সঙ্গে উজ্জ্বল হাসি ছড়িয়ে দরাজ গলায় গেয়ে ওঠে 'তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।' তবু আমার লেখা থামবে না।

নীতি ও নৈতিকতাহীন একজন রাষ্ট্রপতির ভূমিকায় থেকে আপনার তৃষ্ণার জল মেটেনি। বিএনপি সরকার বিদায় নিলে রাজপথে ভেসে যাওয়া রক্তের ওপর দিয়ে সংবিধানের পাঁচটি বিকল্প উপেক্ষা করে আপনি প্রধান উপদেষ্টার চেয়ার দখল করেছিলেন। কারণ আপনার তখন চাই চাই আরও চাই পারলে দেশটা শুদ্ধ গিলে খাই। আপনি আপনার স্ত্রীর জন্য যদি হƒদয় উজাড় করা ভালোবাসা রাখেন তাজমহল নাই বানান একালের শাহজাহান আমির হোসেন আমুর মতো বাকি ক'টা দিন স্ত্রীর সেবায় কাটিয়ে দিতে পারতেন। কিন্তু না, হাওয়া ভবন থেকে যে শিক্ষা আপনি নিয়েছেন তা বড় বেশি লোভনীয় ছিল। আর তাই স্ত্রী আনোয়ারার নামে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দিয়েছেন। বিএনপি সরকারের কাছ থেকে আপনি কবরস্থান দখলের মতো জায়গা দখল করেছেন ক্ষমতার অপব্যবহার করে। যদি বলি বঙ্গভবনে বাস করে ভূমিদস্যু তা কি খুব অন্যায় হবে?

আপনি যদি প্রধানমন্ত্রী হতেন ৪৮ ঘণ্টায় যে দখলদারিত্ব দেখিয়েছেন পাঁচ বছরে তা কোথায় দাঁড়াতো হিসাব কষে হাওয়া ভবন আর আওয়ামী লীগের লুটেরাচক্র লজ্জায় অবনত মস্তকে বলতো 'সেলাম হুজুর সেলাম।' আপনি রাষ্ট্রপতি থাকাকালে ২০০৪ সালে আপনার স্ত্রী প্রণয়ের বদলে মোহাম্মদপুরের রামচন্দ্রপুরের খালের অংশ বিশেষ অকৃষি খাসজমি দেখিয়ে বন্দোবস্তের আবেদন করলেন। প্রধানমন্ত্রী নাকচ করে দিলেন, চশমার ফ্রেমে আটকে পড়ে আপনার চোখের লজ্জা।

প্রধান উপদেষ্টার চেয়ার দখল করে নিয়েই উপেক্ষা করলেন রাজপথের সহিংসতা। স্ত্রী আনোয়ারা আহমদের নামে স্থায়ী বন্দোবস্ত দিয়ে দিলেন। শীতে রাতের পর রাত সংবাদকর্মীরা কুয়াশায় ভিজেছে বঙ্গভবনের বাইরে। চেয়েছে অচল অবস্থার অবসানে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে কোনও সিদ্ধান্ত হবে। দেশবাসী রাত জেগে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। অবরুদ্ধ জাতির দিকে না তাকিয়ে সেদিন আপনি হাওয়া ভবনের রিমোট কন্ট্রোলে চলেছেন। উপদেষ্টাদের বৈঠকে রেখে বিশ্রামের নামে চলে গেছেন শয্যায়। দীর্ঘ সময় পর এসে জানতে চেয়েছেন তারা এখনও কেনও বসে আছেন।

বাইরে অবরুদ্ধ রাজপথের খবর শুনে না জানার ভান করেছেন। উপহাস করেছেন উপদেষ্টাদের। মনে পড়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সেই দিনগুলোর কথা? জাতির ওপর নেমে আসা ঘোর অন্ধকারকে আপনি কি পৈশাচিক উদাসীনতায়-আনন্দে উপেক্ষা করেছেন। আপনার নীতিহীনতার উদাহরণ টেনে সকল মহলেই একটি চুটকি মুখে মুখে ছড়িয়েছিল। চুটকিটি মাহী বি চৌধুরী ভালো বলেন। আবদুল জলিল একান্তে রাষ্ট্রপতিকে নাকি বলেছিলেন, 'মহামান্য রাষ্ট্রপতি আপনার সামনে অগ্নিপরীক্ষা। আপনি সিদ্ধান্ত নিন নিরপেক্ষ ভূমিকা নিয়ে নায়ক হবেন নাকি ইতিহাসে বিশ্বাসঘাতক মীরজাফর হবেন। কানে কানে ইয়াজউদ্দিন জলিলকে বলেছিলেন, 'আমার ওপর আস্থা রাখবেন। আমি আর যাই করি বিশ্বাসঘাতক মীরজাফর হতে পারব না। একজন শিক্ষক থেকে খালেদা জিয়া আমাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমার পক্ষে বেইমানি করা সম্ভব নয়।'

অবরুদ্ধ বাংলাদেশ, অচল জীবনযাত্রা, নিষ্ঠুর সহিংসতা, আইন-শৃঙ্খলার চরম অবনতি, রাষ্ট্রপতির বিবেককে নাড়া দেয়নি। উপদেষ্টাদের সমঝোতার দৌড়ঝাঁপ নিষ্ফল হয়েছে রাষ্ট্রপতির কারণে। ডক্টর আকবর আলি, শফি সামির মতো নায়করা পদত্যাগ করলেও রাষ্ট্রপতি যেন মহানন্দে বলেছেন, 'শ্যামের বাঁশি বেজেছে নাটক শুরু হয়েছে।' নতুন উপদেষ্টার নামে ভাঁড় এনে জাতিকে হাসিয়েছেন। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় সবার বর্জনের পরও ব্যারিস্টার মওদুদের ভাষায় সংবিধানের দোহাই দিয়ে ইয়াজউদ্দিন জাতিকে শুনিয়েছেন ২২ জানুয়ারির একতরফা নির্বাচন হওয়ার কথা।

কূটনৈতিক মহলসহ সবাই উদ্বিগ্ন হয়েছে। দেশবাসী রক্তের বন্যার আশঙ্কায় বিচলিত হয়েছেন। ঘাম ঝরেছে সাধারণ মানুষের। একজন মানুষ মাত্র মানুষ বিচলিত হননি, তিনি আপনিই রাষ্ট্রপতি। ওয়ান ইলেভেন যখন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকায় তিন দিন আগের ভোল পাল্টে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে প্রধান উপদেষ্টার পদ ছাড়লেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার এলো জনতার হƒদয়ে সকালের সোনামাখা রোদ আনন্দে ডিগবাজি খেলো। হিমালয়ের মতো ভারি পাহাড় জনগণের বুক থেকে নেমে গেলো। জনগণ অভিনন্দন জানালো ওয়ান ইলেভেনের নায়কদের।

আজ যখন রাষ্ট্রপতির নামে ১৮ কোটি টাকার প্রকল্প মুন্সীগঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ করার ক্ষমতার অপব্যবহার হয়, স্ত্রীর নামে জায়গা বরাদ্দের দুর্নীতির প্রতিবেদন পড়তে হয় তখন মনে হয় বঙ্গভবন আর রাষ্ট্রপতিকে ওয়ান ইলেভেন অভিশাপমুক্ত করলেও ইতিহাসের পাতায় তার পাপ মোচন হয়নি। রাষ্ট্রপতি তার থিংক ট্যাংক ঢাবি ভিসি এসএমএ ফায়েজের কাছে কী পরামর্শ নিচ্ছেন জানি না, আমি শুধু বলবো পদত্যাগ করে এখনই বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসুন। আমাদের বঙ্গভবনকে পাপমুক্ত করুন। peerhabib.rahman@gmail.com

আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন
http://www.microscopiceye.blogspot.com/

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Get it all here

Breaking news to

entertainment news

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Quick file sharing

Send up to 1GB of

files in an IM.

.

__,_._,___

[vinnomot] Why not ? Uri Avnary's comment(A Must Read Article by Israeli Expert)

Why not?
24/07/2008 07:00:00 PM GMT   )             
(parstimes.com) Persian Gulf, Strait of Hormuz - NASA (May 27, 2000)

Anyone who wants to guess whether Israel and/or the United States are going to attack Iran should look at the map of the Strait of Hormuz between Iran and the Arabian Peninsula.

By Uri Avnery

If you want to understand the policy of a country, look at the map - as Napoleon recommended.

Anyone who wants to guess whether Israel and/or the United States are going to attack Iran should look at the map of the Strait of Hormuz between Iran and the Arabian Peninsula.

Through this narrow waterway, only 34 km wide, pass the ships that carry between a fifth and a third of the world's oil, including that from Iran, Iraq, Saudi Arabia, Kuwait, Qatar and Bahrain.

Most of the commentators who talk about the inevitable American and Israeli attack on Iran do not take account of this map.

There is talk about a "sterile", a "surgical" air strike. The mighty air fleet of the United States will take off from the aircraft carriers already stationed in the Persian Gulf and the American air bases dispersed throughout the region and bomb all the nuclear sites of Iran - and on this happy occasion also bomb government institutions, army installations, industrial centers and anything else they might fancy. They will use bombs that can penetrate deep into the ground.

Simple, quick and elegant - one blow and bye-bye Iran, bye-bye ayatollahs, bye-bye Ahmadinejad.

If Israel attacks alone, the blow will be more modest. The most the attackers can hope for is the destruction of the main nuclear sites and a safe return.

I have a modest request: before you start, please look at the map once more, at the Strait named (probably) after the god of Zarathustra.

The inevitable reaction to the bombing of Iran will be the blocking of this Strait. That should have been self-evident even without the explicit declaration by one of Iran's highest ranking generals a few days ago.

Iran dominates the whole length of the Strait. They can seal it hermetically with their missiles and artillery, both land based and naval.

If that happens, the price of oil will skyrocket - far beyond the 200 dollars-per-barrel that pessimists dread now. That will cause a chain reaction: a world-wide depression, the collapse of whole industries and a catastrophic rise in unemployment in America, Europe and Japan.

In order to avert this danger, the Americans would need to conquer parts of Iran - perhaps the whole of this large country. The U.S. does not have at its disposal even a small part of the forces they would need. Practically all their land forces are tied down in Iraq and Afghanistan.

The mighty American navy is menacing Iran - but the moment the Strait is closed, it will itself resemble those model ships in bottles. Perhaps it is this danger that made the navy chiefs extricate the nuclear-powered aircraft carrier Abraham Lincoln from the Persian Gulf, ostensibly because of the situation in Pakistan.

This leaves the possibility that the U.S. will act by proxy. Israel will attack, and this will not officially involve the U.S., which will deny any responsibility.

Indeed? Iran has already announced that it would consider an Israeli attack as an American operation, and act as if it had been directly attacked by the U.S. That is logical.

No Israeli government would ever consider the possibility of starting such an operation without the explicit and unreserved agreement of the U.S. Such a confirmation will not be forthcoming.

So what are all these exercises, which generate such dramatic headlines in the international media?

The Israeli Air Force has held exercises at a distance of 1500 km from our shores. The Iranians have responded with test firings of their Shihab missiles, which have a similar range. Once, such activities were called "saber rattling", nowadays the preferred term is "psychological warfare". They are good for failed politicians with domestic needs, to divert attention, to scare citizens. They also make excellent television.

But simple common sense tells us that whoever plans a surprise strike does not proclaim this from the rooftops. Menachem Begin did not stage public exercises before sending the bombers to destroy the Iraqi reactor, and even Ehud Olmert did not make a speech about his intention to bomb a mysterious building in Syria.

Since King Cyrus the Great, the founder of the Persian Empire some 2500 years ago, who allowed the Israelite exiles in Babylon to return to Jerusalem and build a temple there, Israeli-Persian relations have their ups and downs.

Until the Khomeini revolution, there was a close alliance between them. Israel trained the Shah's dreaded secret police ("Savak"). The Shah was a partner in the Eilat-Ashkelon oil pipeline which was designed to bypass the Suez Canal. (Iran is still trying to enforce payment for the oil it supplied then.)

The Shah helped to infiltrate Israeli army officers into the Kurdish part of Iraq, where they assisted Mustafa Barzani's revolt against Saddam Hussein. That operation came to an end when the Shah betrayed the Iraqi Kurds and made a deal with Saddam. But Israeli-Iranian cooperation was almost restored after Saddam attacked Iran. In the course of that long and cruel war (1980-1988), Israel secretly supported the Iran of the ayatollahs. The Irangate affair was only a small part of that story.

That did not prevent Ariel Sharon from planning to conquer Iran, as I have already disclosed in the past. When I was writing an in-depth article about him in 1981, after his appointment as Minister of Defense, he told me in confidence about this daring idea: after the death of Khomeini, Israel would forestall the Soviet Union in the race to Iran. The Israeli army would occupy Iran in a few days and turn the country over to the much slower Americans, who would have supplied Israel well in advance with large quantities of sophisticated arms for this express purpose.

He also showed me the maps he intended to take with him to the annual strategic consultations in Washington. They looked very impressive. It seems, however, that the Americans were not so impressed.

All this indicates that by itself, the idea of an Israeli military intervention in Iran is not so revolutionary. But a prior condition is close cooperation with the U.S. This will not be forthcoming, because the U.S. would be the primary victim of the consequences.

Iran is now a regional power. It makes no sense to deny that.

The irony of the matter is that for this they must thank their foremost benefactor in recent times: George W. Bush. If they had even a modicum of gratitude, they would erect a statue to him in Tehran's central square.

For many generations, Iraq was the gatekeeper of the Arab region. It was the wall of the Arab world against the Persian Shias. It should be remembered that during the Iraqi-Iranian war, Arab Shia Iraqis fought with great enthusiasm against Persian Shia Iranians.

When President Bush invaded Iraq and destroyed it, he opened the whole region to the growing might of Iran. In future generations, historians will wonder about this action, which deserves a chapter to itself in "The March of Folly".

Today it is already clear that the real American aim (as I have asserted in this column right from the beginning) was to take possession of the Caspian Sea/Persian Gulf oil region and station a permanent American garrison at its center. This aim was indeed achieved - the Americans are now talking about their forces remaining in Iraq "for a hundred years", and they are now busily engaged in dividing Iraq's huge oil reserves among the four or five giant American oil companies.

But this war was started without wider strategic thinking and without looking at the geopolitical map. It was not decided who is the main enemy of the U.S. in the region, neither was it clear where the main effort should be. The advantage of dominating Iraq may well be outweighed by the rise of Iran as a nuclear, military and political power that will overshadow America's allies in the Arab world.

Where do we Israelis stand in this game?

For years now, we have been bombarded by a propaganda campaign that depicts the Iranian nuclear effort as an existential threat to Israel. Forget the Palestinians, forget Hamas and Hizbullah, forget Syria - the sole danger that threatens the very existence of the State of Israel is the Iranian nuclear bomb.

I repeat what I have said before: I am not prey to this existential Angst. True, life is more pleasant without an Iranian nuclear bomb, and Ahmadinejad is not very nice either. But if the worst comes to the worst, we will have a "balance of terror" between the two nations, much like the American-Soviet balance of terror that saved mankind from World War III, or the Indian-Pakistani balance of terror that provides a framework for a rapprochement between those two countries that hate each other's guts.

On the basis of all these considerations, I dare to predict that there will be no military attack on Iran this year - not by the Americans, not by the Israelis.

As I write these lines, a little red light turns on in my head. It is related to a memory: in my youth I was an avid reader of Vladimir Jabotinsky's weekly articles, which impressed me with their cold logic and clear style. In August 1939, Jabotinsky wrote an article in which he asserted categorically that no war would break out, in spite of all the rumors to the contrary. His reasoning: modern weapons are so terrible, that no country would dare to start a war.

A few days later Germany invaded Poland, starting the most terrible war in human history (until now), which ended with the Americans dropping atom bombs on Hiroshima and Nagasaki. Since then, for 63 years, nobody has used nuclear weapons in a war.

-- Uri Avnery, an Israeli writer and peace activist, founded the Gush Shalom movement. He had served three terms as an MP at the Knesset. This article was published by Gush Shalom.   Print   Printer Friendly Version

Source: Middle East Online


____________________________________________________________
Earn a degree in Criminal Justice and work as a Police officer. Click here for more info.

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Real Food Group

Share recipes,

restaurant ratings

and favorite meals.

.

__,_._,___

[vinnomot] Re: [khabor.com] Re: Bangabandhu Parishad New Zealand br asked full re lease of Sheikh Hasina - daughter of Bangabandhu, M A Jalil, Mohiuddin Choudhury, Janakantha editor Atiqullah Masud, Mohiuddin Alamgir, Obid ul Quader, Mirza Azam, Roton & other pro liberation personal

 

 

 

Mr. Shamim,

Kottor supporters like Shafique Bhuiya believes that punishment should be for all other politicians other than Awami League. Therefore he is demanding unconditional release of Awami leaders who has been convicted by the court. According to his statement ,Court ruling should only be applicable for non-Awami politricians.

Thanks,

M.Anwar

___________________________________________________-

Why they will be above the Justice?

Is not the Justice will be same for every one?

 

Regards

Shamim



----- Original Message ----
From: Engr. Shafiq Bhuiyan <srbanunz@gmail.com>
To: chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; sa7rong@yahoogroups.com; Diagnose@yahoogroups.com; vinnomot@yahoogroups.com; mukto-mona@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; dahuk@yahoogroups.com; banglarnari@yahoogroups.com; FutureOfBangladesh@yahoogroups.com; bdstudents@yahoogroups.com; motamoth@yahoo.com; bristi_namai@yahoogroups.com; BanglaPolitics@yahoogroups.com; srbanunz@gmail.com
Sent: Thursday, July 24, 2008 1:22:06 AM
Subject: Bangabandhu Parishad New Zealand br asked full release of Sheikh Hasina - daughter of Bangabandhu, M A Jalil, Mohiuddin Choudhury, Janakantha editor Atiqullah Masud, Mohiuddin Alamgir, Obidul Quader, Mirza Azam, Roton & other pro liberation personal


 

Bangabandhu Parishad New Zealand Branch again demanded immediate, unconditional, honourable and complete release of Sheikh Hasina, the daughter of Bangabandhu & ex Prime Minister, Mr. Atiqullah Khan Masud, Freedom Fighter & editor of the daily Janakantha, Mr. M A Jalil, Md. Nasim, Mr. Mohiuddin Choudhury, Mr. Kamran Ahmed, Dr. Mohiuddin Khan Alamgir, Obidul Quader, Mirza Azam, Ponkaj Debnath, Roton and many other politicians, intellectuals of pro liberation group and remarkable punishment to the cadres of Jamaat-Shibir for assaulting a freedom fighter. Bangabandhu Parishad New Zealand Branch also hailed the Army Chief General Moeen U Ahmed's called for making terrorism - graft - corruption free Bangladesh and they vowed their utmost support to him on this agenda.

 

For detail please read 1st page of yesterday's (23.07.08) the daily Janakantha:

 

http://dailyjanakantha.com/230708/fn.pdf

 



____________________________________________________________
Stop losing your hair. Click to restore your hair.

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Kevin Sites

Get coverage of

world crises.

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Food Lovers

Real Food Group

on Yahoo! Groups

find out more.

.

__,_._,___

[vinnomot] Re: [khabor.com] An ego maniac declars his victory !

Can anybody stop this most prudent and "Shob junta" professor?? Man listen, Suhrawardi is a name who championed in treachery to the cause of people of then East Pakistan. He was sent to become PM on the condition that E. pakis demand of majority share on the basis of population for which vowed to shed his blood but sitting in the Masnad (Takth) he did the opposite by  putting final nail by agreeing to parity.

It is crystal clear that BAL was never and is not and will not be pro Bangladeshi Party since it serves their fathers(mentors) interest. Continuous silence against the killing of Bangladeshis by their father(BSF) Indi is the real proof of betrayal character of BAL.

Plus we did not hear anything from the sanes (who complained about indecency by gang of four) about the continuous posting in obscene language by one BAL activist Eng.Shafiq (Arif & sometime in guise of women's name). I personally requested to give their comment but but the sane people abstained since it is the creation of their party's activists. Is it correct then that  "chorey chorey mastuto bhai !!!!!!!!!!!!!

Faruque Alamgir

On Thu, Jul 24, 2008 at 4:29 PM, Syed Aslam <Syed.Aslam3@gmail.com> wrote:

 
Mr. Salahuddin Ayubi
 
Finally, you have proved yourself to be an ego maniac who is always
declares himself to be a winner [You are a self-proclaimed winner.]
 
You and your buddies  have created an atomosphere of intimidation. slander
and abusive name calling, where meaningful debate has become almost
impossible ..... 
 
 
We all know that Mujib was not a revolutionary leader like Mao Ts Tung
or Che Gueaverra but a popular mass leader of a political party that won 1970
election.
 
There is a inherent connection between the need of the people and the leader
of the masses in any historical epoch. Mujib's historical 7th march speech
summerizes his trust on the people of Bangladesh that achieved their independence
through a lagacy of Blood:
 
 
Mujib's dialog with Yahia [not gossips as you slanderously call]  and Mujib's arrest
on the night of March 25th 1971 gave an extra degree of legitimacy to the cause of
Bangladesh's fight for independence in the international level. Mujib was in Pakistani
jail for nine months with Hangman's rope above his head. Mujib didn't surrender or
compromise even under the threat of death ..... that was the strength of Mujib's character.
 
Husayn Sahid Suhrawardi was a mentor of Sheikh Mujibur Rahman.
Sahid Suhrawardi was acceptable to Paki Junta to some degree but Mujib was
not. ...... the rest is history .... but the history must be understood in the proper
context ... all attempts distort and falsify our history will be resisted by the
people of Bangladesh.
 
 You are right, "In September 1971  US mission in Calcutta established
contact with Mushtaq  to promote a negotiated settlement with Pakistan."
 
Your attempts to glorify your mentor Khandoker Mustaq is out and out
obnoxious. Mustaq's conspiracy to sabtage Bangladesh's fight for statehood
and independence has failed [Mustaq was conspiring for a compromise on
a formula to create a confederation with Pakistan  with the help of Nixon Admn]
 
You have declared your narrow partisan political agenda: You want to prove your
falsified version of history condoning crimes of Jamaate Islami the traitors &
collaborators of Pakistan army and the Genocide of 1971 along  with its gestapos
[albodors etc] ....
 
All your attempts to falsify history is bound to fail .....You and your cohorts can
fool all Bangladeshis for some times, few Bangladeshis for all times ...... but not
all Bangladeshis for all times....... Bangladeshis  will overcome the attempts to
falsify the true histrory of this nation and march farward: for the people of
Bangladesh: THE DAY SHALL DAWN ......
 
The sequence of events must be understood & analyzed in the proper historical
context. One thing in history leads to next  ....... histrory does not follow any script
written in the palaces and barracks...... Masses are the makers of history and exactly
that's what happened during the emergence of  People's Republic of Bangladesh
 
 Man proposes but Almighty Allah disposes..... as always .....
 
 
Syed Aslam
 
 
 
 

On 7/23/08, Salahuddin Ayubi <s_ayubi786@yahoo.com> wrote:

Aslam Sahib,

                   Now that you have no answer to my queries  you are trying to divert the issues and open new ground to beat me . Mr. Aslam you have already lost the battle. whatever tctics you now adopt will not help you to gain the lost ground. keep trying,. beallady phool.. 

                    Ayubi

 
On 7/23/08, Salahuddin Ayubi <s_ayubi786@yahoo.com> wrote:
Mr. Alamgir,

                I consider BAL as the enemy fo the people of this country and i am trying to expose them.. Inspite of all their bragging about their contribution to the liberation war I want to prove that they had exploited all to do with the liberation war and take the wind out of their propaganda sail. Once we are able to do that then BAL will be a lame duck.

                   Salahuddin Ayubi


 

--- On Tue, 7/22/08, Syed Aslam <Syed.Aslam3@gmail.com> wrote:

How Do you feel?

PS: A quotation : "AMRA KORLE HOI  PAP AR BALERA KARLE
HOI LEELA KHELA. TAI NA , ALMGIR BHAI?-  AYUBI
 
Mr. Salahuddin Ayubi -Tit for tat or old-time habit:
[Few examples - Tip of the iceberg]Tit for tat or old-time habit:[Few examples - Tip of the iceberg]
                                      Belaady Phool (?????)
                                      uncouth
                                      uncultured
                                      imbeciles 
                                      Rip van Ahammak 
                                      Kajer Mali
                                      Rice Uddin
                                      Ass lame
                                      Langra ghora
 
[Do you to see more ??????]
 
 
Still continuing with your oblique attacks:
 
(1)   bouts of hallucination.
(2)   one who suffers from schizoprenia.
(3)   bull shitting   .....
 
This list goes on ... will published by Mass Communication Department [Journalism Dept], DU
pretty soon ...
 
Also Read:
&
Syed Aslam
 
PS:
 
How do you feel??? "Every action has equal and opposite reaction" - You  only prove your culture,
and prove actually who you are, through your posts .....  Thanks .....
 
On 7/22/08, Salahuddin Ayubi <s_ayubi786@yahoo. com> wrote:
 

Mr. Aslam,

              You had no busdsiness to twist my name. What i did is just tit for tat. Now it hurts you. Dont you think that it hurt me whe I found my name twisted by you to mskr my nsmr sppear like that of the Army chief. Was it not done with malafide intention. When you twisted my nme you should have seen it foming as in law of physics there is something called "Every action has equal and opposite reaction"

            If you repeat this I wil be compeled to come up with something more innovative.

                   Salahuddin Ayubi

 

On 7/22/08, Salahuddin Ayubi <s_ayubi786@yahoo. com> wrote:

Mr. Aslam,

               Please stop bull shitting and come to the point and answer the questionws that I placed before you.

           Salahuddin ayubi

On 7/21/08, Salahuddin Ayubi <s_ayubi786@yahoo. com> wrote:

You should not be complaining as you started the mud slinging by distorting my name, you had no business to do that. now that i have called you by your proper name it hurts you. Take this sportingly as tit for tat. Every action has equal and oppomite reaction is a law of physics. You should have seen it coming when you twisted my nake.

          You have not replied to the queries that I have made and summerily come to the conclusion that i have admitted and agreed wwith you. 

           I am sorry that I give up as I can not win an argument with a peron who has bouts of hallucination.

            You either answer to the six points mentioned in my post or just shut up. I am not prepared to go into any arguement with some one who suffers from schizoprenia.

                     Salahuddin Ayubi


__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Odd News

You won't believe

it, but it's true

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Quick file sharing

Send up to 1GB of

files in an IM.

.

__,_._,___

[vinnomot] Re: [khabor.com] Re: Bangabandhu Parishad New Zealand br asked full release of Sheikh Hasina - daughter of Bangabandhu, M A Jalil, Mohiuddin Choudhury, Janakantha editor Atiqullah Masud, Mohiuddin Alamgir, Obidul Quader, Mirza Azam, Roton & other pro

Because they are BAL activists and sole agent of "Chetona". So, they  have all the rights to do anything n everything from coercion, strangulate democracy(BAKSAL), keep silent when Bestail Securuty Force(BSF) of their father kills Bangladeshis like animals, allows Bangladesh to be desert and creator of 1/11(as claimed by hasina and the sharmeo jibis).

So, friends, they should be free on the street for final nail in the coffin of our beloved Bangladesh and become "Mukhkhya Montri".

Faruque Alamgir

On Thu, Jul 24, 2008 at 9:52 PM, Shamim Al-Mamoon <Salmamoon@yahoo.com> wrote:

Why they will be above the Justice?

Is not the Justice will be same for every one?

 

Regards

Shamim



----- Original Message ----
From: Engr. Shafiq Bhuiyan <srbanunz@gmail.com>
To: chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; sa7rong@yahoogroups.com; Diagnose@yahoogroups.com; vinnomot@yahoogroups.com; mukto-mona@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; dahuk@yahoogroups.com; banglarnari@yahoogroups.com; FutureOfBangladesh@yahoogroups.com; bdstudents@yahoogroups.com; motamoth@yahoo.com; bristi_namai@yahoogroups.com; BanglaPolitics@yahoogroups.com; srbanunz@gmail.com
Sent: Thursday, July 24, 2008 1:22:06 AM
Subject: Bangabandhu Parishad New Zealand br asked full release of Sheikh Hasina - daughter of Bangabandhu, M A Jalil, Mohiuddin Choudhury, Janakantha editor Atiqullah Masud, Mohiuddin Alamgir, Obidul Quader, Mirza Azam, Roton & other pro liberation personal


 

Bangabandhu Parishad New Zealand Branch again demanded immediate, unconditional, honourable and complete release of Sheikh Hasina, the daughter of Bangabandhu & ex Prime Minister, Mr. Atiqullah Khan Masud, Freedom Fighter & editor of the daily Janakantha, Mr. M A Jalil, Md. Nasim, Mr. Mohiuddin Choudhury, Mr. Kamran Ahmed, Dr. Mohiuddin Khan Alamgir, Obidul Quader, Mirza Azam, Ponkaj Debnath, Roton and many other politicians, intellectuals of pro liberation group and remarkable punishment to the cadres of Jamaat-Shibir for assaulting a freedom fighter. Bangabandhu Parishad New Zealand Branch also hailed the Army Chief General Moeen U Ahmed's called for making terrorism - graft - corruption free Bangladesh and they vowed their utmost support to him on this agenda.

 

For detail please read 1st page of yesterday's (23.07.08) the daily Janakantha:

 

http://dailyjanakantha.com/230708/fn.pdf

 


 


__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Everyday Wellness

on Yahoo! Groups

Find groups that will

help you stay fit.

.

__,_._,___