Banner Advertise

Thursday, April 17, 2008

[vinnomot] Re: [notun_bangladesh] Now who is worse than a Rajakar / Al Badr?

Dear Musfique

Thank you for such an accurate informative data about the criminals anti-Bangladeshis. There are several other like this one who are engaged in conspiracy to undo the peace,development and honour of the glorious Bangladesh. They and their bastards jibis agents of RAW wants us to bow down to the evil wish of the bestial india. Have they forgotten that we Bangladeshis did not obey the one nation in the name of Muslim and fought a bloody war aginst the so-called muslims Pakis ?

People have not forgotten tha one sunil pal who stood infront of UN with banner
"In Bagladesh Hundu Women are raped enmasse" n no hinudu women is  safe". This criminal act of that sunil who being fed reared by the Bagladesher Alo,Batash 0 Mati(if he is not an indian) has stirred srious reaction in the hindu community as well.

I was in a party in an hindu neighbour's house and asked the qestion to many many Boudoi's who came by richshaw wearing gold ornaments. I asked them whether they heard about "Sunil Paul's" slogan that hindu women are not safe in Banglaesh and being harassed and raped by muslims. Have they ever faced any such threat ? The answer was obvious "NO".

But these criminal sunil & goho and c.r.doto and p.alu,d.stor,r.kontho and other indian RAW agents are out to undo Bangladesh. Since day one of our independence this coterie  with connivance of local quisling wanted to make Bangladesh a part of indi. They believe that it was indi who liberated Bangladesh for safe heaven for them and others will be subjugative subjects nothing more and nothing less.
But what the indi general admitted few days back to clear the misgiving that it was the heroic Mukti Jodhdhas liberated Bangladesh and the Indian Army had suppotive role.Perhaps sunil,goho,c,doto doesn't believe what the genral said. They are having their "Day Dream" on regular basis.

The history says that heroic people of Bangladesh have foiled and defeated the evil design of the BEAI MOSHARRAF'S JANWAR RAZAKARS N THE Pakis and intermittent attemps to make Holy Bangladesh the Korod Rajjya and be the CM.

The fools and criminals should not think that Bangladeshis have shed ocean of blood of 3 millions not to become "B" state of the friends anti Bangladesh morcha. Rather they are ready to spill more blood to uphold the honour,independence and sovereignty of the Motherland Bangladesh.

I wonder how any sane persons couldharm h/her motherland in such disgusting way to please the masters accross the border ?? I was said during the WW II the saboteures caused much harm to the invading Germans than the regular army.


Friends and compeers of  Bangladesh we have to be vigilant since these quislings are fed,trained,caterd by anti Bangladesh forces from within and outside and stand like a solid rock to defeat these coward beimans,gaddars and concubines.

Now come to guho's remarks about me I can only say that
"Kukurer maj kukur korechey.......................................... Shobha pai.
I am what I am and I do not have to place certifiacte to masters about my allegiance.
I am bearing the pure blood of Bangladesher Maa and none else.

Sokol Bangladesh premikder jer roilo antorik subhechcha 0 subho kamona.

Faruque Alamgir
 
Musfique Prodhan <chena_kew@yahoo.com> wrote:

The recent abusive remarks to Mr Faruque Alamgir by the  communal pro Indian activist Mr Sitagshu Guha, does demand to open the Pandora's Box, about Mr Guha himself.
 
Writeups by Mr Alamgir, a regular blogger in numerous  newsgroup only express's his deep concern about subjects concerning Bangladesh. The perfect sign of a patriot.
 
Under such pretext he rightfully had portrayed the flaws which is preventing Bangladesh to achieve her goals. On such pretext, India became the rightfull subject of criticism as well, which might have touched a sensitive nerve of  Mr Guha and like minded people. No wonder, these people have opted to exercise the henious most way to malign Mr Alamgir, without any reference in support of their accusations. As they beleive that, criticizing India is a grave sin and the work of Rajakar Al Badr only. 
 
May I attract the honorable readers/ contributors attention to Mr Guha's  past activities about Bangladesh? 
 
 
" This is the same Mr. Guha who also openly supports American invasion and occupation of Iraq by the United States. "Lets Support The War & The President" [http://mukto-mona.com/Articles/current_issue/support_bush.htm]

This is the same Mr. Guha, a HRCBM activist, who supported HRCBM's campaign with the United Nation, where in a petition it was stated that in 1971 three million HINDUS were killed. [
http://www.petitiononline.com/HRCBM101/petition.html]

This is the same Mr. Guha, who wants "America as leader of the free world should take the lead," to stop persecution of Hindus/minorities by Muslims in Bangladesh. [
http://groups.yahoo.com/group/alochona/message/4880] Does he not know that this same country, the United States, stood by Pakistan against the Independence struggle of Bangladesh and even supplied weapons to a regime that was committing one of the worst genocides of 21st century? Would America support a war crime tribunal for 1971 genocides? "
 
Sitangshu Guha, a Hindu-American accompanying her in her tour, said Bangladesh has become a breeding ground for militant Islam.
 
 
 
"Shitangsu's organization, threatened to have India attack Bangladesh in a gathering in the UN plaza in May 2003.(Daily Ittefaq: May 17, 2003)"
 
 
Here is a few lines from Mr Sitangshu Guha's venom spewed on Bangladesh. 
 
  
9th Session of United Nations Working Group on Minorities
Geneva, 12  to  16  May 2003.
 
" Generally speaking, the violation of human rights has been a chronic problem in Bangladesh throughout its birth.  There are no regards for citizens' constitutional and human rights.  The violation of human rights in Bangladesh is directly linked to the rise of militant Islam"
 
" The government actively devises and promotes pro-Islamic school curriculums.  Histories have been rewritten with Islamists' viewpoints. With government's patronage and financing there is a rush to erect monuments and statues or billboards everywhere to give the country an "Islamic make-over" and to washout the country's secular identity."
 
" Horrific attacks like abduction of women and young girls at gunpoint, rape- often in front of parents and children or husband, looting and razing of businesses, burning down or destruction of places of worships, extortion of money, dispossession of properties, physical torture and forced conversions to Islam are indulged in almost daily basis against minorities. "
 
" The world doesn't know about it, because it doesn't always get reported in the media. It is not as acute as what happened in Rwanda in 1995. This is a slow genocide. This is Ethnic Cleansing."
 
" Ladies and gentlemen, the number of people that have been wiped out from Bangladesh is the total population of Albania, Bahrain, Iceland, Jordan, Lebanon, Libya, Namibia, Oman, Panama, and Costa Rica combined."
 
" It is only the minorities, who have to pay tax [infidel security tax]. It is only the minorities who are being served with an ultimatum to leave the country."
 
 
 
    Apart from this rentless false propaganda campaign against Bangladesh, Mr Guha is also engaged in organizing programs in association with RSS BJP of India. He was also present in the meetings a few years back, where Indian radical Hindus have threatened Bangladeshi Muslims to convert to Hinduism or face India's wrath.
 
 
The website of HRCBM (Human Rights Commission for Bangladeshi Minorities), also sponser a Hindu Radical extremist terrorrist group webpage called Mayer Daak. Guess who is a active member of HRCBM? You guessed it right. It is Mr Sitangshu Guha himself.  
 
A person like Sitangshu Guham, who is actively engaed with pro Indian communal radical Hindu extremist group, doesnot enjoy the previlage/right  to name call to anyone. Even his own patritotism should be placed in high doubt as well.
 
And based on Mr Guha's activities, does anyone has any doubt that who is worse than a Rajakar and Al Badr?
 
 
Musfique
 
PS: Awami Leage and its leaders/activitist shouldnot entertain people like Mr Guha, or it would put their loyality to Bangladesh under serious doubt as well.  
between 0000-00-00 and 9999-99-99  


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Want a quick chat?

Chat over IM with

group members.

.

__,_._,___

[vinnomot] Bangladesh is a rich country. Do you dare to differ with me? Share your opinion

Bangladesh is a rich country.  Do you dare to differ with me? Share your opinion at
 


অনাহারে প্রতিটি মৃত্যূর জন্য ফখরুদ্দিন আর মঈনের বিরুদ্ধে একটি করে খুনের মামলা করতে হবে ।
-Would Be Mahathir of BD
 


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

PC-to-PC calls

Call your friends

worldwide - free!

.

__,_._,___

[vinnomot] Readers reaction

পাঠক প্রতিক্রিয়া
খাদ্য সংকট, মহাসংকটে রূপ নিচ্ছে
কিছুদিন আগে হাল আমলের বহুল প্রচারিত সাপ্তাহিক 'জনতার চোখ'-এর এক নিউজে দেখলাম, অনাহারে মৃত্যুর সংখ্যা ছাপা হওয়ার কারণে সরকারের কর্তাব্যক্তিরা ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু খাদ্যদ্রব্যের মূল্য যেভাবে ক্রমেই বাড়ছে এবং অভাবী মানুষের লাইন যেভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তা বাস্তবসম্মত উপায়ে সামাল দিতে না পারলে পরিস্থিতি নিশ্চিতভাবে নিয়ন্ত্রণের  বাইরে চলে যাবে। সমুন্নয় নামে একটি বেসরকারি গবেষণা সংস্থা স¤প্রতি তাদের এক জরিপ রিপোর্টে বলেছে, 'গ্রাম ও শহরে আয়ের বেশিরভাগ চলে যাচ্ছে চাল-ডালে।' অন্য একটি পত্রিকা লিখেছে, খাদ্য কিনতে গ্রামের মানুষের আয়ের ৮০ শতাংশ এবং শহরে ৬৫ শতাংশ ব্যয় হয়।' এ অবস্থায় খাদ্য কেনার জন্য মোট আয়ের পাঁচ ভাগের চার ভাগ বা তিন ভাগ ব্যয় হয়ে গেলে স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজন মানুষ কিভাবে মেটাবে। অথচ স্বাভাবিক স্ট্যান্ডার্ড বা নিয়ম হচ্ছে, একজন মানুষের বা একটি পরিবারের মোট আয়ের ৩০ শতাংশ ব্যয় হবে খাদ্যের জন্য এবং ৭০ শতাংশ ব্যয় হবে অন্যসব প্রয়োজন মেটাতে হবে। শুধু যে চাল, ডাল, তেল, আটা, মাছ, তরিতরকারির মূল্য বেড়ে গেছে তা নয়, এমন কোনো জিনিস নেই, যার মূল্য ১০, ২০, ৫০ বা ১০০ ভাগ বাড়েনি। এই জনতার চোখ-এ কয়েক মাস আগে পড়েছি। প্রধান উপদেষ্টাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, 'দুর্নীতিবাজ সরকারের আমলে মানুষ ২০ টাকা কেজি চাল খেয়েছেন আর সৎ সরকারের আমলে চাল খাচ্ছেন কেজি প্রতি ৩৫/৪০ টাকায়। তাহলে কি ওই দুর্নীতিবাজ সরকারই ভাল ছিল না?
মনে রাখতে হবে, ক্ষুধা নিবারণে এমন কোন খারাপ কাজ নেই, যা মানুষ করতে পারে না। অতীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যারা গণিকাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন, তারা সবাই স্বভাবদোষে বা পরিস্থিতির কারণে এ পেশায় জড়িয়ে পড়েন নি, তাদের একটা বড় অংশ ক্ষুধার তাড়নায় বা পরিবরের ভরণপোষণের জন্য এই পেশা গ্রহণ করেছে। কাজেই সরকারকে ক্ষুধানিবারণে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে। কয়েক মাস আগেই পত্র-পত্রিকায় খাদ্য সংকটের আগাম খবর ছাপা হয়েছিল। সরকার চুপ করে বসেছিলো, এটাও বলা যাবে না। কয়েক মাস আগেই তো সরকার ভারত থেকে চাল আমদানির চুক্তি করেছে। ২০০১ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা  হস্তান্তর করে তখন এই চিরাচরিত খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশে লাখ লাখ টন খাদ্য উদ্বৃত্ত ছিল। তিন যুগের বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলেই এই দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না, খাদ্যে উদ্বৃত্তও ছিল।  সরকারকে বুঝতে হবে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে সরকারের ভিত্তি ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগ ও বিএনপির বহু পালের গোদাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ ও বিএনপির অনেকে গ্রেপ্তার এড়াতে সংস্কারপন্থী হয়েছেন, অনেকে দেশ-বিদেশে পালিয়ে রয়েছেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো দু'জন প্রভাবশালী নেত্রীকেও এই সরকারই গ্রেপ্তার করেছে। তখন দেশে তেমন কোনো প্রতিবাদ হয়নি। আজ কি সেই অবস্থা আছে? দুই দলের  সংস্কারবাদীরা ফাটা বেলুনের মতো চুপসে গেছেন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ভয়ে সংস্কারপন্থীরা নেত্রীর মুক্তি দাবিতে এখন বেশি করে আন্দোলনের কথা বলছেন। মূলধারা বিএনপিও ঘোষণা করেছে, খালেদা জিয়াকে মুক্তি না দিলে তারা আগামী নির্বাচন বর্জন করবেন এবং আন্দোলনের কর্মসূচিও দেবেন। যেই সরকারকে মানুষ ত্রাণকর্তা মনে করেছিল, সেই সরকারের প্রধানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করার কর্মসূচি ঘোষণা করেছে কয়েকটি ছাত্র সংগঠন। দেশ সত্যিকার অর্থেই এক মহাসংকটের সম্মুখীন। খাদ্য সংকট সমাধানসহ রাজনৈতিক অচলাবস্থা থেকে বের হয়ে আসতে হলে বড় দুই দলসহ সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং অবশ্যই যত দ্রুত সম্ভব সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
 
মোহাম্মদ শাহজাহান, ৫১, মতিঝিল
পেটে ভাত নেই, গল্প শুনতে ভাল লাগেনা
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ক্যামেরা সামনে কথা বলছেন তারা শুধু বুঝবেন কখন কোন চ্যানেলে দেখাবে, কোন পত্রিকা ছবিসহ ছাপাবে তাদের বক্তব্য। আজ দেশে জরুরি অবস্থা থাকার কারণে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে যেতে পারছে না। পারছে না বুড়ো আঙুল দেখাতে। আকাশের কোণে মেঘ দেখলে আমার বাবা আঁতকে উঠেন। কৃষকরা যদি ভাল মতো বোরো ধান ঘরে তুলতে না পারে তাহলে দেশের অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে। সরকারের অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে দেশ চরম অবস্থায় চলে গেছে। আজ কি বাজার করতে হবে বাবার এই রকম প্রশ্নর উত্তরে মা জবাব দিতে ভয় পায়। বাজার থেকে ঘরে ফিরলে বাবার মুখের দিকে তাকানো যায় না। ব্যাগটা নিয়ে মা সোজা রান্না ঘরে চলে যান। সংসারে একমাত্র বাবাই উপার্জনকারী। রূপকথার গল্প শুনতে ভাল লাগে যখন পেট ভরা থাকে। পেটে ভাত নেই গল্প শুনতে ভাল লাগেনা। তারপরও যখন আলু খাবার গল্প শুনায় তখন কেমন লাগে! অসহ্য ...! বলতে পারব না। আলুর স্বাদ কেমন? ভাত ও রুটির মতো? প্রশ্ন রইল যিনি রূপকথার গল্প শুনান। আপনি ক'বেলা আলু খান জানাবেন?
জীবন শাহ, দক্ষিণ মোল্লাপাড়া, কিশোরগঞ্জ
কেমন করে দিন যায়
চাল, তেল, ডালের দাম কমানোর উদ্যোগ নিন। দয়া করে ভেবে দেখুন, চিন্তার দ্বার খুলুন কি করে বাঁচে কম বেতনভুক কর্মকর্তা কর্মচারী। কেমন করে দিন যায় তাদের। আর কৃষককুল যারা শুধু শস্য উৎপাদন করে বেঁচে থাকেন তারা মূলত গ্রামেরই বাসিন্দা তারা তো আরো মারা যাচ্ছে সব দিক থেকে। শিক্ষা, চিকিৎসা বাজার দর কোনটা তাদের কষ্ট দিচ্ছে না। আপনারাই বলুন। তাই জরুরি ভিত্তিতে উদ্যোগ নিন নিত্য ব্যবহার্য দ্রব্যাদির দাম কমান দয়া করে।
ওয়াহিদ মুরাদ, স্বরূপকাঠী, পিরোজপুর
নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই
উপদেষ্টা বাবাজিগণ আপনারা যদি চাল, ডাল, তেল, গম, মশুরিসহ অন্যান্য খাদ্যজাতীয় দ্রব্যাদি যা খেয়ে এ দেশের মানুষ জীবন ধারণ করে তার মূল্য নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তা হলে অতি সত্বর দুই নেত্রীকে মুক্তি দিয়ে তাদের সঙ্গে সংলাপে বসে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং তাড়াতাড়ি নির্বাচন দিন। নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই।
মো. নবাব আলী, গ্রন্থঅন্বেষণা লাইব্রেরি, স্টেশন রোড, ঈশ্বরদী
'ভাত দে, না হয় তোদের গদি খাব'
কথা একটাই খাদ্য সমস্যা। গণতান্ত্রিক সরকার থাকলে জাতীয় পত্রিকার হেডলাইন 'ভাত দে, না হয় তোদের গদি খাব'। জাতীয়, অন্তর্বর্তী, তত্ত্বাবধায়ক অথবা সামরিক সমর্থিত সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই শুনতে হয়েছে 'খেতে বসলে কমিয়ে খাওয়া' 'ভাতের পরিবর্তে আলু খাওয়া' প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বক্তব্যগুলো ঠিক আছে। সেনা প্রধানকে অনুরোধ করে বলছি ... একটা পরিবারের সকল সদস্য 'খেতে বসলে পরিবারের প্রদান কর্তা হিসেবে সদ্যদের এটা খেওনা ওটা খাও' কথাটি স্বাভাবিকভাবে সকলে মেনে নিবে। কোন অতিথিকে খাওয়ার  টেবিলে এইভাবে বলা শোভনীয় হবে না। তেমনি আপনি সামরিক বাহিনী নামক পরিবারের কর্তা হিসাবে আপনার সদস্যদের বলতে পারেন বাধ্যতামূলক এক বেলা আলু খেতে।
নোমান, কোম্পানিগঞ্জ নোয়াখালী
এ সবই নোংরা রাজনীতির কুফল
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন পরিস্থিতি আরেকটি দেখা যায়নি। প্রকাশ্য রাজপথে লাঠি েিদয় পিটিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করার মত ঘটনা মানব ইতিহাসে এ প্রথম আমাদের দেশে সংঘটিত হয়। এসবই হল ক্ষমতার লোভে। কিন্তু শেষ পর্যন্ত কি হল? ক্ষমতা তো তারা পায়ইনি বরং তারা মরছে জেলের ভাত খেয়ে। আর দেশের আপামর জনতা মরছে ভাত না পেয়ে। এর জন্য দায়ী করা? এ জন্য তো সাধারণ জনগণ দায়ী নয়, বরং রাজনীতিকদের নোংরা রাজনীতির কুফলই দায়ী। এরপরও যদি রাজনীতিকরা শিক্ষা গ্রহণ না করে তাহলে এ জাতির কপালে কি আছে, তা আল্লাহই জানেন। পরিশেষে বর্তমান সরকারের প্রতি অনুরোধ, সংস্কার সংস্কার করে গলা না ফাটিয়ে দেশের দরিদ্র, ক্ষুধার্ত মানুষগুলোর আহারের ব্যবস্থা করুন।
মো. রফিকুল ইসলাম, চাটখিল কামিল মাদ্রাসা, নোয়াখালী
বৃথা সময় নষ্ট জনগণের শুধু কষ্ট
'সরকার যে পথে যাচ্ছে তাতে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে না'। শেখ হাসিনা কথাটা বলার সময় নিশ্চয়ই ১/১১ তারিখে 'এই সরকারের সকল কাজকে বৈধতা দেব'-এ কথা বেমালুম ভুলে বসেছেন নিশ্চয়ই! আসলে রাজনৈতিক প্রজ্ঞার অভাবে সৃষ্ট আমাদের দুই শীর্ষ নেত্রীর অন্তঃকোন্দলই পরোক্ষভাবে ১/১১ এর সৃষ্টি করেছে। দু'নেত্রী এরশাদকে দলে টানার লড়াই করায় বর্তমান অরাজনৈতিক পরিবেশের জন্ম দিয়েছে। আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের হয়ে বলতে চাই, দুনেত্রীর কোন শিক্ষাই এখনও হয়নি। তাই বাধ্য হয়ে বলতে চাই, সেনাপ্রধান যা মনে মনে রেখেছেন তা এখনই করুন, অযথা বৃথা সময় নষ্ট জনগণের শুধু কষ্ট। এরশাদ ঠিকই বলেছেন যে, ভোট ডিসেম্বরে না-ও হতে পারে। বর্তমানে সেনা প্রধানই পারেন এ সরকারকে একটি একজিট রুট দিতে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা দিতে অক্ষম।
 
গোলাম কিবরিয়া, ৩৯৮ কাওরানবাজার বা/এ, ঢাকা ১২১৫
চৈত্রের গীত বৈশাখে
চাল, ডাল, তেল ও অন্যান্য দ্রব্যাদির বাজার এখন মিডিয়ার স্টুডিও  হয়ে উঠেছে। এখন 'সিন্ডিকেট' শব্দটি আর উচ্চারিত হচ্ছে না। আশার কথা। কিন্তু আমাদের ত্রিশঙ্কু অবস্থা কাটছে না। কথার কথামালায়  ব্যস্ত। এখন ব্যবসায়ী মুক্তবাজার শব্দটি দিয়ে তীর ছুঁড়ছে সরকারকে সরকার তীর ছুঁড়ছে প্রাকৃতিক দুর্যোগকে। আর রাজনীতিবিদগণ তীর ছুঁড়ছে জরুরি অবস্থাকে। রেজাল্ট শূন্য। মোট কথা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষদের জন্য কোন সুসংবাদ নেই। আমি অর্থনীতি বুঝি না উৎপাদনের তেলেসমাতি জানি না, মুক্তবাজার বিশ্বায়নী জাহাজ সম্পর্কেও ধারণা নেই। তবে ডাল, ভাত খেয়ে বাঁচার অধিকার সম্পর্কে সজাগ। এই জেগে থাকার জন্য লেখা। এদেশের বাঘা বাঘা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, সংবাদকর্মীগণ বৈশাখের উৎপাদন গুনছেন চাহিদা ও সরবরাহের ভারসাম্য খুঁজছেন। কিন্তু বৈশাখের শিলাবৃষ্টি, আগাম বন্যা, আর তিলে তিলে বেকারত্ব নামক বিপুল জনশক্তির মৃত্যুর সম্ভাবনা দেখছেন না। গার্মেন্টস শিল্প, পোলট্রি শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প, ফিসারি শিল্প আজ মুমূর্ষু প্রায়। এ দেশের কৃষকও আজ কঙ্কালসার। সার সংকট, বীজ সংকট, লেগেই আছে। সম্ভবত '৭৪ এর পরে আমন মওসুমে বাঙালি কোনদিন এ রকম চাল সংকটের ভয়ঙ্কর রূপ দেখেনি। তখনও প্রাকৃতিক দুর্যোগ ছিল, 'আততিয়ান-কাততিয়ান' ছিল। আর দুর্নীতি? সে তো বর্তমানে জেলহাজতে।
আর আমাদের জন্য বেতন বাড়ানোর কথাটা বিবিধ প্রসঙ্গে রাখতে পারেন। আমরা ছোটবেলায় ব্যাঙের বিয়েতে গাইতাম আল্লাহ মেঘ দে, পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে ...। দ্রব্যমূল্যের খরাতেও বৈশাখের সূত্র ধরে গাইতে পারি 'ভাত দে .., নইলে মানচিত্র খাব'।
দুঃসংবাদ হলো সেদিনের শিলাবৃষ্টিতে শীতের সবজি গেছে, বৈশাখের প্রাকৃতিক দুর্যোগে এ দেশের মানচিত্র কেমন হয় তা এখনও আমাদের অজানা। তবে কৃৎ প্রকৌশলের যুগে ইনডোর হাওর স্টেডিয়ামের কথাটা কারও চিন্তা চেতনায় জাগ্রত হলে ভুখা নাঙ্গার বিশ্বাস সুদৃঢ় হতে পারে। এবারের দুর্নীতিবাজদের কাছ থেকে উদ্ধারকৃত হাজার হাজার টাকা এবং সরকারি ভর্তুকিতে  চৈত্র মাস থেকে রেশনিং প্রথাটা চালু করলে মন্দ হয় না। তাই আশার ছলনে ভুলি, আর বলি-'আর কত দূরে/ নিয়ে যাবে মোরে/ হে সুন্দরী/বল, কোন পাড়ে ভিড়িবে/ তোমার সোনার তরী'।
মো. আবুল কাসেম, ওয়ালীনেওয়ান খান কলেজ কিশোরগঞ্জ
দেশে কি চলছে ...
দেশে কিসব কথা চলছে, 'নীরব দুর্ভিক্ষ' ও 'হিডেন হাঙ্গার'! এসব কথায় কখনও কি পেট পুরবে। কাজের কাজ তো হতে দেখছি না। কথায় আর কত বিশ্বাস করবে বাঙালি? আমরা কখনই চাইব না ব্যর্থতার গ্লানি তথা ললাটে কলঙ্ক তিলক পরতে। আমরা চাই, দেশের এই কঠিন সময়কে অতিক্রান্ত করতে এমন কোন সিদ্ধান্ত নেয়া হোক, যাতে করে দেশ-জাতির কল্যাণ হয়, মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, পায় আলোর দিশা।
মো. আলী আশরাফ খান, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা
 


অনাহারে প্রতিটি মৃত্যূর জন্য ফখরুদ্দিন আর মঈনের বিরুদ্ধে একটি করে খুনের মামলা করতে হবে ।
-Would Be Mahathir of BD
 


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Get it all here

Breaking news to

entertainment news

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Send pics quick

Share photos while

you IM friends.

.

__,_._,___