Banner Advertise

Monday, September 22, 2008

[vinnomot] মুক্তবাজারের পুরোহিতদের এখন সমাজতন্ত্রে আজান!

Full article:
http://www.vinnobasar.org/read.aspx?linkid=169

ধনতন্ত্রের ভিত্তি এবং চালিকাশক্তি লোভ। কিন্তু লোভ ত সীমাহীন। তাই লোভের পায়ে বেড়ি পড়াতে মুক্তবাজারে অনেক আইন আনা হয়। গত ত্রিশ বছরে আমেরিকায় এই ধরনের রেগুলেশন বেড়ে ৯০,০০০ থেকে ২৪০,০০০ হয়েছে। এতেই বোঝা যায়, পায়ে হাজার হাজার বেড়ি পড়িয়েও সীমাহীন লোভকে আটকানো যাচ্ছে না। পুরো ক্রাইসিসের পেছনেই আছে লোভের পিরামিড। হাউসিং বাবল, সাব প্রাইম বার্স্ট হবে আমি ২০০৪ থেকে শুনে আসছি। সরকার প্রিডেটর লেন্ডিং এর বিরুদ্ধে ব্যাবস্থা নিল? না সে পথে গেলই না। কে চাই কম জিডিপি গ্রোথ দেখাতে!

লস এঞ্জেলেসে আমি আসি ২০০৩ সালের শেষে। বাড়ির দাম হু হু করে বাড়ছে। লোকে জমানো সবটাকা দিয়ে দুটো, তিনটে বাড়ি কিনছে। সবাই লোন ও পাচ্ছে! প্রথম বছর শুধু সুদ গুনতে হবে! এতেব একটা বাড়ির ঋন শোধ না হতেই দুটো বাড়ি কিনে ফেলছে। একবছর অনেক দেরী। ছমাসেই নতুন বাড়ি বেচা কেনা করে ২০০,০০০ ডলার লাভ করেছে অনেকে। এই সুযোগে ভারতের,বাংলাদেশের অনেকে-যারা ছোট খাটো কাজ করত-রেস্টুরেন্টে জল দিত-সবাই দেখলাম হু-হা করে কোটিপতি হয়ে মার্সিডিজ চালাচ্ছে! চারিদিকে সবাই রিয়াল এস্টেট এজেন্ট! পার্কিং লটে বি এম ডাবলু, মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে -আর আমার হাতে নতুন বাড়ির লিফলেট দিত! এমন কি ন্যুডবারে গিয়েও রক্ষা নেই। সেখানকার বিকিনি পরা সার্ভাররা পর্যন্ত রিয়াল এস্টেটের এজন্ট-সবর্ত্র যেখানেই লোকের সাথে পরিচয় হয়-আমাকে তাদের রিয়াল এস্টেট এজেন্সির কার্ড ধরায়। একটা বাড়ি বেচতে পারলেই তখন কোটিপতি।
[Read full article to know the rest]

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Check out the

Y! Groups blog

Stay up to speed

on all things Groups!

.

__,_._,___