Banner Advertise

Friday, August 8, 2008

[vinnomot] Baseles victory of AL in one sided game

সিটি ও পৌর নির্বাচন


১০৬ কাউন্সিলর বিএনপি'র

৭৭ আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার: চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে ২২৬টি কাউন্সিলর পদের মধ্যে ১০৬টিতে বিএনপি নেতারা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন ৭৭টিতে। জামায়াত ও স্বতন্ত্রসহ অন্য দলের নেতারা জয়ী ৪৩টিতে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনে অংশ না নিলেও এসব স্থানে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছেন দলের স্থানীয় নেতারা। চার সিটি ও নয় পৌরসভার প্রায় সবকটিতেই বেশি সংখ্যায় বিএনপি'র নেতারা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ২৩টিতেই বিজয়ী হয়েছেন বিএনপি'র প্রার্থী। এখানে একটি করে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির নেতা জয়ী হয়েছেন। বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের পাঁচটিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। চারটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। খুলনা সিটির ৩১টি ওয়ার্ডের ১৪টিতে বিজয়ী হয়েছেন বিএনপি'র প্রার্থী। নয়টিতে আওয়ামী লীগ, দু'টিতে জামায়াত, একটিতে যুবকমান্ড ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মধ্যে বিএনপি'র তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন। দু'টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। অন্যরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। সিলেট সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর ২৭টি পদের মধ্যে বিজয়ী হয়েছেন ১০ জন বিএনপি সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগ ১২টিতে, জামায়াত তিনটিতে ও অন্যগুলোতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রাজশাহীতে বিজয়ী হয়েছেন বিএনপি'র ১২ জন প্রার্থী। আওয়ামী লীগ নয়টি জয়ী হয়েছেন। অন্য জয়ী প্রার্থীরা স্বতন্ত্র। নওহাটা পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপি'র পাঁচ প্রার্থী। এখানে চারটিতে জিতেছে আওয়ামী লীগ। চুয়াডাঙ্গায় নয়টি কাউন্সিলর পদের তিনটিতেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। ছয়টিতে আওয়ামী লীগ। মানিকগঞ্জ পৌরসভায় সাতটিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপি, দু'টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। শ্রীপুর পৌরসভার নয়টি কাউন্সিলর পদের একটিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের বিজয়ী হলেন সাতটিতে। গোলাপগঞ্জ পৌরসভায় মোট ১২টি কাউন্সিলর পদে সাতজনই বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী হলেন তিনজন। জামায়াতের রয়েছেন দু'জন। শরীয়তপুর পৌরসভার ১২টি কাউন্সিল পদের নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। তিনটিতে জিতেছে আওয়ামী লীগ। সীতাকুণ্ড পৌরসভায় দু'টি কাউন্সিল পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। তিনটিতে জিতেছে আওয়ামী লীগ। দুপচাঁচিয়া পৌরসভায় ৬টি কাউন্সিল পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। একটিতে আওয়ামী লীগ। অন্যরা স্বতন্ত্র। ফুলবাড়িয়া পৌরসভায় ৩টি করে কাউন্সিল পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও আওয়ামী প্রার্থী বিজয়ী হয়েছেন।
http://www.manabzamin.net/lead-04.htm

আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন
http://www.microscopiceye.blogspot.com/

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Fashion News

What's the word on

fashion and style?

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Send pics quick

Share photos while

you IM friends.

.

__,_._,___