Banner Advertise

Saturday, September 27, 2008

[vinnomot] At last he has recognized Fakhruddin

জিয়া হত্যার দায় এড়াতে পারেন না এরশাদ: কোরেশী

স্টাফ রিপোর্টার: প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা ঘটনার পেছনে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের হাত ছিল। তার হাতে রক্তের দাগ আছে। তিনি বলেন, এরশাদ কিছুতেই জিয়া হত্যার দায় এড়াতে পারেন না। মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়েছে জিয়া হত্যা রহস্য ধামাচাপা দেয়ার জন্য। তিনি বলেন, আমি আশা করি বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় গেলে স্বামী হত্যার বিচার করবেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক মেজর (অব.) রিয়াজ উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পিডিপি চেয়ারম্যান বলেন, এরশাদ এদেশের রাজনীতির কালচারকে নষ্ট করে দিয়েছেন। একবার এ দলে আবার ওই দলে ঢুঁ-মেরে রাজনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, দেশী-বিদেশী অপশক্তির কাছে নতজানু হয়ে রক্তস্নাত স্বাধীনতাকে অবমাননা করবেন না। যে কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছেন তা পালনে দৃঢ় মনোবল প্রদর্শন করুন। তিনি বলেন, তড়িঘড়ি নির্বাচন দিয়ে দায়িত্ব এড়িয়ে জাতিকে ১/১১'র পূর্বেকার ঘন ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত করে পালিয়ে যাওয়ার প্রয়াস থেকে ঘুরে দাঁড়ান। নইলে দেশ, জাতি এবং ইতিহাস আপনাদের কখনওই ক্ষমা করবে না। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করার ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। কারণ নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ এখনও তৈরি হয়নি। বড় বড় রাজনৈতিক দুর্বৃত্তরা মামলা থেকে ছাড়া পেয়ে এখন বুক ফুলিয়ে মাঠে নামছে। অস্ত্রবাজ, কালো টাকা ও পেশীশক্তি প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ জন্য প্রয়োজনে নির্বাচনের তারিখ আরও পেছাতে হবে। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে কোরেশী বলেন, প্রধান উপদেষ্টা ভুলে গেছেন তিনি ১৫ কোটি মানুষের নেতা। তার বক্তব্য দেখে মনে হয়েছে যেন কোন বহুজাতিক কোম্পানির অধস্তন কর্মচারী মনিবের কাছে রিপোর্ট করছেন। তিনি বলেন, আমরা এমন এক নেতৃত্ব চাই, যা জনগণের অকুণ্ঠ সমর্থনে বলিয়ান হয়ে মাথা উঁচু এবং মেরুদণ্ড সোজা করে কথা বলবে। আমরা কামাল আতাতুর্ক চাই, হামিদ কারজাই নয়।
আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন
http://www.microscopiceye.blogspot.com/

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Get it all here

Breaking news to

entertainment news

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Yahoo! Groups

w/ John McEnroe

Join the All-Bran

Day 10 Club.

.

__,_._,___