Banner Advertise

Saturday, August 30, 2008

[vinnomot] Why Moti Mahfuz gong neglect our national poet?


সংবাদ মাধ্যমে লুকানোর প্রবনতা, অভাব ইতিবাচক সংবাদের (২২-২৮ আগস্ট)
জসিম উদ্দিন
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান ২৫ আগষ্ট বাথরমে পড়ে গুরতর আহত হন। আগে থেকেই তার একটি পা প্রায় অকার্যকর। অন্য পায়ের ওপর ভর রাখতে গিয়ে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে মাথা ফেটে যায় তার। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে ছাত্রদলের সমাবেশস্থলে খবরটি পৌঁছালে বিুদ্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে হাসপাতালের দিকে ছুটে। পুলিশ ব্যরিকেড দেয়। উত্তেজনা দেখা দেয়। ধাওয়ো পাল্টা ধাওয়া ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে। ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও মিছিল বের করে। উত্তেজিত কর্মীরা গাড়ি ভাঙ্গচুর করে। এসময় সিএনজিচালিত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের একটি অংশ পাশে দাড়িয়ে থাকা গার্মেন্টস ব্যবসায়ি জাহাঙ্গির আলমের বুকে আঘাত হানে। ঢাকা মেডিকেল কলেজে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পরের দিনের দৈনিক প্রত্রিকার লিড নিউজ ছিল এটি। তবে বস্ত�নিষ্টতাকে আড়াল করার চেষ্টা দেখা গেছে কয়েকটি দৈনিকে। সেড়্গেত্রে প্রথম আলোর উপস্থাপনা লড়্গ্য করার মতো। চার কলামের বড় ছবিতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট কার ভস্বিভুত হচ্ছে। ছড়িয়ে পড়েছে লেলিহান শিখার ওপর বিস্তৃত ধোঁয়ার কুন্ডলি। নিচে হেডলাইন করা হয়েছে �ছাত্রদলের তান্ডবে ব্যবসায়ী নিহত�। এর নিচে দেড় কলাম করে পাশাপাশি আরো দুটি ছবি। একটিতে ব্যবসায়ি জাহাঙ্গিরের লাশকে ঘিরে আত্মীয়স্বজন অন্যটিতে মৃতের স্ত্রী কল্পনা আক্তারের আহাজারি। সংবাদ উপস্থাপনা ও কাভারেজ তারেকের অসুস্থতাজনিত খবরে উত্তেজিত ছাত্রদলের বিড়্গোভকে আড়াল করা হয়েছে। খবর পেয়ে বিএনপির নেতৃতৃন্দ ও তারেকের স্ত্রী জোবাইদার ছুটে আসার সংবাদ এবং ছবিও ছিল গুরত্বপর্ণ তাও আসেনি এ পত্রিকায়। শঙ্কিত জোবাইদা একপর্যায়ে কেঁদে ফেলেন। ছবিটি কয়েকটি পত্রিকা ছেপেছে। �বাথরম্নমে পড়ে আহত তারেক, ব্যাপক সংঘর্ষ ভাঙ্গচুর, আগুন, নিহত ১� শিরোণামের প্রধান খবরের ভিতরে �যেভাবে পড়ে গেলেন তারেক� সাবহেড করে অসস্থতার খুটিনাটি তুলে ধরেছে মানবজমিন। �ছাত্রদলের বিড়্গোভ গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ লাঠিচার্জ, নিহত ১� শিরেণামে এ ব্যাপারে ঘটনার বস্ত�নিষ্ট বিবরণ তুলে ধরে ইত্তেফাক। �ছাত্রদলের সহিংস বিড়্গোভ� লালকালিতে বিশাল শিরোণাম করে যুগান্ত�র। ভাঙ্গচুর সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর অনেকগুলো ছবি ছাপা হয়েছে পত্রিকাটিতে সেদিন।
অসুস্থ তারেক রহমানকে �কালবিলম্ব না করে� চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন আহমদ। তারেক রহমান আংশিক পঙ্গু হয়ে গেছে বলে জানান তিনি। �তারেককে এখনই বিদেশ পাঠান� শিরোণামে দৈনিক আমার দেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের সাংবাদিক সম্মেলনের খবরটি যথাযথ গরম্নত্ব দিয়ে ২৪ আগষ্ট প্রথম পাতায় ছাপে। ডাক্তাররা স্বপ্রনোদিত হয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা মুলত বলতে চেয়েছেন প্রেসিডেন্ট জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেকের জীবন শঙ্কার মুখে। যেকোনো সময় তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। প্রচন্ড ব্যাথা নিবারনে নিয়মিত তাকে উচ্চড়্গমতার ওষুধ সেবন করতে হচ্ছে। ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া এতটা বেশি তিনি স্বাভাবিক থাকতে পারছে না। প্রতিদিনই তার অবস্থার অবনতি হচ্ছে। মেরদন্ডের হাড় ভেঙ্গে যাওয়া তারেকের উন্নত চিকিৎসা প্রয়োজন যা এদেশে সম্ভব নয়। বিষয়টি তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন। অনির্বাচিত সরকার অনেককেই বিদেশে চিকিৎসার সুযোগ দিলেও গুরতর রোগী তারেকের ব্যাপারে নির্বিকার। মেডিকেল বোর্ডের ডাক্তাররা যখন বিবেকের তাড়নায় প্রেসকাবে মনে হচ্ছে সাংবাদিকরা তখন পালিয়েছেন দৃশ্যপট থেকে তারই প্রমান পাওয়া গেল পরের দিনের অনেকগুলো দৈনিকে। নয়া দিগন্ত� ছাড়া অন্য বড় পত্রিকাগুলো খবরটির কাভারেজ দিয়েছে ভিতরের পাতায়। চ্যানেলগুলোও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এমনকি ফালুর চ্যানেল বলে পরিচিত এনটিভিও কৃপনতা করেছে। স্বয়ং তারেক জিয়ার প্রতিষ্ঠিত বলে কথিত চ্যানেল ওয়ানেও সংবাদটি ছিল সবার পিছনে। বলতে গেলে উপেড়্গিত। একইদিনের আমার দেশের প্রথম পাতায় �শেখ হাসিনার বাম কান নয় ডান কান এবং বাম চোখ নষ্ট হওয়ার উপক্রম� শিরোণামে সংবাদে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয়েছে। ঢাকায় কোনো কোনো সংবাদপত্রে বাম কান নষ্ট হয়েছে বলে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা হিসেবে কানাডা আওয়ামীলীগ সভাপতি সরোয়ার হোসেনের মাধ্যমে শেখ হাসিনা বার্তা সংস্থা এনাকে এ সংবাদ দিয়েছে। এর প্রেড়্গিতে বাম কান সম্পুর্ণ নষ্ট হযে গেছে বলে ঘোষণা দেয়া হাসিনার ব্যক্তিগত চিকিৎসক মোদাচ্ছেরের বক্তব্য এসেছে সংবাদমাধ্যমে তার পরের দিন। �বিশেষ কারাগারে শেখ হাসিনা নিজেও তার বাম কান নষ্ট হওয়ার কথা বলেছিলেন� এই শিরোণামে ব্যক্তিগত চিকিৎসক মোদাচ্ছেরের বক্তব্য এসছে আমাদের সময়ে। মোদাচ্ছের কানাডা আওয়ামীলীগের সভাপতির বরাত দিয়ে এনা পরিবেশিত সংবাদ নিয়ে সন্দেহ পোষন করেছেন।
�আমি পাগলের রাজনীতি করছি� ড� কামাল হোসেনের এই বক্তব্য দিয়ে ২৭ আগষ্টের ইনকিলাবে এক কলামের একটি সংবাদ ছাপা হয়েছে। গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ১৫ বছর আগে গণফোরাম গঠন করার সময় দেশের প্রত্যেক থানায় একজন করে পাগল চেয়েছিলাম। এখন পর্যন্ত� ৬০ থেকে ৭০ জন পাগল পেয়েছি। তিনি আরো বলেন, রাতের আধারে যারা ড়্গমতা দখল করে তাদের বিজয় নেই। আর যারা মনে করছেন কলাকৌশল করে আবার ড়্গমতায় আসবেন তারা আহাম্মক। এই আহাম্মকরা বোকার স্বর্গে বসবাস করছে। ইনকিলাবের প্রথম পাতার একদম নিচে কামালের ছবিসহ দেয়া প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদটি অন্য পত্রিকায় দেখা যায়নি। টকশো আর গণ আলোচনায় টিভি চ্যানেলগলোতে কামালের ব্যাপক উপস্থিতি থাকলেও তার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদটি পরিবেশনে উৎসাহ দেখায়নি এসব সংবাদ মাধ্যম। এদিন জাতীয় কবি কাজি নজরম্নল ইসলামের মৃত্যবার্ষিকীর সংবাদ সবকটি উলেস্নখযোগ্য পত্রিকার প্রথম পাতায় যথাযথ গরত্বের সঙ্গে স্থান পেলেও যায়গা করে নিতে পারেনি প্রথম আলো, ডেইলি স্টার ও যুগান্ত�রের প্রথম পাতায়।
২৭ আগষ্ট নয়া দিগন্ত� কালো কালিতে ব করে প্রধান শিরোণাম করেছে �দারিদ্রসীমার নিচে আরো ৪০ লাখ লোক�। আগের দিন প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিপোর্ট করা হয়েছে। অন্যান্য দৈনিকে সংবাদটি গুরত্ব পায়নি। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোণাম ছিল এটি। তবে প্রতিবেদনটিকে তারা নিজেদের মতো করে মোড়কজাত করে উপস্থাপন করেছে।
পাকিস্ত�ানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জমে ওঠা রাজনৈতিক খেলা বাংলদেশি সংবাদমাধ্যমে বেশ গরত্ব পাচ্ছে। চ্যানেলগলোর আন্তর্�জাতিক সংবাদের প্রধান খবর এখন এটি। অন্যদিকে দৈনিকগলোর প্রথম পাতায় স্থান পাচ্ছে জারদারি-নেওয়াজ। জারদারি শক্তিশালি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চান। এধরনের পরিস্থিতিতে নেওয়াজ শরিফ জোট থেকে সওে পড়ার ঘোষণা দেন। একদিনের মাথায় জারদারি আহবান জানিয়েছেন কোয়ালিশন অড়্গন্ন রাখার।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিদেশে চিকিৎসার দাবিতে ২৭ তারিখ চারদল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এটি ছিল পরের দিন দৈনিক পত্রিকাগুলোর জন্য সবচেয়ে গুরম্নত্বপূর্ণ রাজনৈতিক খবর। এদিনের আরো একটি খবর সংবাদপত্রগুলোর এড়িয়ে যওিয়ার কোনো সুযোগ ছিলনা। জাতীয় কবি কাজি নজরম্নল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলড়্গে আয়োজন। আমার দেশ দুটো খবরই বেশ গুরম্নত্বে সঙ্গে ছেপেছে। মানববন্ধনের সংবাদটি ছবিসহ লিড করেছে তারা। শেষের পাতায় কবি পারিবারের পুষ্পস্ত�বক অর্পনের ছপিটি সবার উপরে তিন কলামে ছাপা হয়েছে। ছবির নিচে �শ্রদ্ধা ভালোবাসায় জাতীয় কবি নজরম্নলের মৃত্যুবার্ষিকী পালিত� তিন কলামের এ সম্পর্কিত খবর ছাপা হয়। ইংরেজি পত্রিকা ডেইলি স্টার মানববন্ধনের সংবাদটি প্রথম পাতায় এক কলামে ছেপেছে অন্যদিকে কবির মৃত্যুবার্ষিকীর সংবাদটি প্রথম শেষ পাতার কোথাও স্থান পায়নি।
দুই টাকা দামের পত্রিকা আমাদের সময় রাজধানীর পাবলিক বাস আর পাবলিক পেস্নসগলোতে বেশ দেখা যায়। ছোট দোকানি আর হকাররাও কম দাম আর চটকদার নিউজের কারনে এটি কিনে। ৮ পৃষ্টার পত্রিকাটি প্রথম ও শেষ পাতায় ছোট ছোট করে নিউজের ছড়াছড়ি। তবে বিজ্ঞাপন ছাপানোর ব্যপারে এর আপোষহীন মনোভাবও চোখে পড়ার মতো। মাঝে মাঝে পুরো শেষপৃষ্টাজুড়ে বিজ্ঞাপন থাকে। শুধু উপরে একটা লাইনে লেখা থাকে আজকের শেষ পৃষ্টার উলেস্নখযোগ্য সংবাদগুলো অত নাম্বার পাতায় ছাপা হলো। অনেক ধরনের উড়ো সংবাদের ছড়াছড়ি এটিতে। সামনে পড়লে একবার পুরো পত্রিকাটি চোখ না বুলালে ভালো লাগবে না। ২৮ আগষ্টের প্রথম পাতায় �জাগো বাহে কোনঠে সবায়, বদলে যাচ্ছে বাংলাদেশ শিরোণামে� আঞ্চলিক আর শুদ্ধ বাংলার মিশ্রনে তৈরি শিরোণামে আশা জাগানিয়া সংবাদ ছেপেছে। এ ব্যাপারে অন্য পত্রিকায় এর আগেও সংবাদটি ছাপা হয়। আমাদের সময়ের সংবাদটিতে বলা হয়,�এক নতুন বাংলাদেশের অপেড়্গায় আমরা। বঙ্গবাসাগরের নোয়াখালী অংশে ২০ বর্গকিলোমিটারের চর জেগেছে। জেগে ওঠার ধারাবহিকতা অব্যাহত থাকলে সন্দ্বীপের সঙ্গে একদিন মুল ভূখন্ড যুক্ত হবে।� সংবাদে নেদারল্যান্ড ও ফোরিডা সমুদ্রকে নিয়ন্ত্রণ করছে বলে উলেস্নখ করে তাদের কাছ থেকে শিড়্গা নিতে বলা হয়। ওই মন্ত�ব্য প্রতিবেদনে আরো বলা হয়, �শুধু প্রয়োজন স্থির গণতন্ত্র, লিডারশিপের ভিশন, মিশন, পরিকল্পনা, জবাবদিহিতা আর বাস্ত�বায়ন।� বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার ইতিবাচক পথরেখার বিস্ত�ারিত বিবরন দেয়া হয় রিপোর্টে। পত্রিকাটির সংবাদ উপস্থাপনায় গভীরতা আর সুদূরপ্রসারি চিন্ত�ার ছাপ না থাকলেও উপরে উলেস্নখিত প্রতিবেদনটি সত্যিই ইতিবাচক ও আশা জাগানিয়া। বাংলাদেশের প্রতিদিনকার সংবাদপত্র দেখলে পাঠকের মনে এ ধারনাই বদ্ধমুল হতে পারে �ইতিবাচক কোনো ঘটনা সংবাদ হতে পারে না।� সেড়্গেত্রে আমাদের সময়ের রিপোর্টটি ব্যতিক্রম। একই দিনের আমার দেশে আরেকটি ইতিবাচক সংবাদও সবার ভালো লাগার মতো। �এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় ৬ হাজার ১৭২ কোটি টাকা� শিরোণামের এ সংবাদে ব্যংকটি এবার ৫ হাজার ২০০ কোটি টাকার নিট মুনাফা করেছে বলে উলেস্নখ করা হয়। মুনাফা প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ। গত কয়েক বছরে দেশের কেন্দ্রীয় ব্যংকটির কিছু পদড়্গেপ বৈদেশিক মুদ্রার প্রবাহকে বেশ বাড়িয়ে দিয়েছে। অর্থনীতির বেশিরভাগ নেতিবাচক প্রভাবকে কিছুটা হলেও একারনে সামাল দেয়া গেছে বলে অর্থনীকিবিদদের ধারণা।
২৮ তারিখে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে আরেকটি টেলিভিশন চ্যানেল। দিগন্ত� মিডিয়া কর্পোরেশনের টিভি চ্যানেলটি �দিগন্ত� টিভি� নামে পরিড়্গামুলক সম্প্রচার শুরম্ন করে প্রায় ৮ মাস আগে। দীর্ঘ প্রস্তুতির পর অনুষ্ঠানিক সম্প্রচার শুরম্ন করার কারনে সবার আগ্রহ নতুন টিভি চ্যানেলটির ওপর। এর আগে দিগন্ত� মিডিয়া করপোরেশনের পত্রিকা দৈনিক নয়া দিগন্ত� পাঠক প্রিয়তা পেয়েছে। স্থান করে নিয়েছে পাঠকপ্রিয় প্রথম শ্রেণীর দৈনিকগুলোর মাঝে।

আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতা দান করেন,মাইনাস টু ফরমুলায় তাই হাসেন
http://www.microscopiceye.blogspot.com/

__._,_.___
Recent Activity
Visit Your Group
Yahoo! News

Kevin Sites

Get coverage of

world crises.

Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Discover photos

and scrapbooking

groups in the

Familyographer Zone

.

__,_._,___